পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কার্শিয়াং পুরসভার নতুন চেয়ারম্যান বিনয়পন্থী মোর্চার ব্রিগেন গুরুং - Kurseong

সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় অপসারণ করা হয় কৃষ্ণা লিম্বুকে । এরপরই এদিন নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয় ।

কার্শিয়াং পুরসভার নতুন চেয়ারম্যান বিনয়পন্থী মোর্চার ব্রিগেন গুরুং
কার্শিয়াং পুরসভার নতুন চেয়ারম্যান বিনয়পন্থী মোর্চার ব্রিগেন গুরুং

By

Published : Jun 10, 2021, 6:22 PM IST

কার্শিয়াং, 10 জুন : কার্শিয়াং পুরসভার নতুন চেয়ারম্যান হলেন ব্রিগেন গুরুং । বৃহস্পতিবার কার্শিয়াং পুরসভার প্রেক্ষাগৃহে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য কাউন্সিলরদের নিয়ে বৈঠকের আয়োজন হয় । সেই বৈঠকে উপস্থিত কাউন্সিলররা ব্রিগেন গুরুংকে চেয়ারম্যান এবং 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ প্রধানকে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করে । মনোনয়ন প্রক্রিয়ার পর দার্জিলিং জেলা প্রশাসনের তরফে ডেপুটি ম্যাজিস্ট্রেট কুন্তল বোস নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান । পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মনোনীত সদস্য তথা পুরসভার একজিকিউটিভ ইঞ্জিনিয়ার রামকৃষ্ণ দত্ত, ফিনান্স অফিসার সুনীল চন্দ্র ।

জানা গিয়েছে, 20 জন কাউন্সিলরের মধ্যে এদিন 15 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন । অপসারিত প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণা লিম্বু এবং 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তি রাই অনুপস্থিত ছিলেন । এছাড়াও আরও দুজন কাউন্সিলর করোনায় সংক্রমিত হয়েছেন । ফলে উপস্থিত 15 জন কাউন্সিলর প্রত্যেকেই ব্রিগেন গুরুংকে চেয়ারম্যান ও সুভাষ প্রধানকে ভাইস চেয়ারম্যান মনোনীত করেন ।

প্রসঙ্গত, করোনা আবহে কোনও কাজ না করার অভিযোগ তুলে প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণা লিম্বুকে অপসারণের দাবি জানান কাউন্সিলররা । মূলত, কার্শিয়াং পুরসভাটি বিনয়পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার অধীনে রয়েছে । কিন্তু সম্প্রতি কৃষ্ণা লিম্বু তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করলে তাঁকে অপসারণের প্রক্রিয়া শুরু করে বিনয়পন্থী শিবির । এরপরই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিনয়পন্থী মোর্চার কাউন্সিলররা । সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় অপসারণ করা হয় কৃষ্ণা লিম্বুকে । এরপরই এদিন নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয় ।

আরও পড়ুন :বাংলাদেশে পাচারের আগে উদ্ধার 20 গরু, গ্রেফতার 1

ABOUT THE AUTHOR

...view details