পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Body Found In Mirik Lake: মিরিক লেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য - Body Recover Mirik Lake

মিরিক লেক থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দার্জিলিংয়ের অন্যতম পর্যটনস্থল মিরিকে। কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর লেকে দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা (Body Recover Mirik Lake)।

Body Found In Mirik Lake
মিরিক লেকে উদ্ধার মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য

By

Published : Mar 7, 2022, 6:42 PM IST

মিরিক, ৭ মার্চ : মিরিক লেক থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। সোমবার সকালে ওই দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পাহাড়ের অন্যতম পর্যটনস্থল মিরিকে।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সন্তকুমার খাঁতি। মিরিকের প্রতাপগাঁওয়ের বাসিন্দা। বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। এরপর এদিন সকালে লেকের মধ্যে ওই ব্যক্তির মৃতদের ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা পুলিশে খবর দিলে মিরিক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য দার্জিলিং সদর হাসপাতালে পাঠায়। তবে কীভাবে ওই ব্যক্তি মারা গেলেন এবং ঘটনাটি আত্ম্যহত্যা নাকি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর (Mirik Lake Body Found)।

আরও পড়ুন:মিরিকে 500 ফুট গভীর খাদে গাড়ি, মৃত 2

মিরিক দার্জিলিংয়ের একটি অন্যতম পর্যটনস্থল। বিশেষ করে মিরিক লেকের পর্যটকদের মধ্যে আলাদা আকর্ষণ রয়েছে। সেই জায়গায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটকদের মধ্যে।

ABOUT THE AUTHOR

...view details