পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Avalanche in Sikkim: বাড়িতে পৌঁছাল সিকিমে তুষারধসে মৃত সৌরভের দেহ - Body of Sourav Roy chowdhury Reaches Home

কোম্পানির সেলস বিভাগের চাকরির পরীক্ষা নিতে গিয়েছিলেন ৷ কিন্তু, সিকিমে তুষারধসে প্রাণ হারাতে হয়েছে শিলিগুড়ির সৌরভ রায়চৌধুরীকে ৷ আজ বিকেলে তাঁর দেহ পৌঁছাল বাড়িতে ৷

Avalanche in Sikkim ETV BHARAT
Avalanche in Sikkim

By

Published : Apr 5, 2023, 8:00 PM IST

শিলিগুড়ির বাড়িতে পৌঁছাল সৌরভ রায়চৌধুরীর দেহ

শিলিগুড়ি, 5 এপ্রিল: বৃহস্পতিবার কাজ সেরে বাড়ি ফেরার কথা ছিল সৌরভ রায়চৌধুরীর ৷ কিন্তু তা আর হল না ৷ বরং, একদিন আগে বুধবার কফিনবন্দি দেহ পৌঁছাল বাড়িতে ৷ পূর্ব সিকিমের সোমোগো লেকের কাছে 15 মাইলে তুষারধসে মৃত্যু হয়েছে শিলিগুড়ির শক্তিগড়ের বাসিন্দা সৌরভ রায়চৌধুরীর ৷ মাঝরাতেই সৌরভের মৃত্যুর খবর পেয়েছিলেন তাঁর কাকিমা রুনু রায়চৌধুরী ৷ কিন্তু, তাঁর বাবা-মাকে কিছুই জানতে দেননি তিনি ৷ কিন্তু, সকালে আর সেই খবর চেপে রাখা যায়নি ৷ সৌরভের মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ হয়ে পড়ে পুরো পরিবার ৷

বুধবার সিকিমের গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেয় সিকিম প্রশাসন ৷ সিকিম সরকারের তরফেই দেহ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল ৷ আজ বিকেল নাগাদ সৌরভের দেহ তাঁর বাড়িতে পৌঁছয় ৷ এলাকার লোকজন এ দিন তাঁকে শেষশ্রদ্ধা জানাতে ভিড় করে ৷ সৌরভকে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, স্থানীয় কাউন্সিলার-সহ অন্যান্যরা ৷

24 বছরের সৌরভ শিলিগুড়ির সেভক রোডে একটি গাড়ি সংস্থার প্রযুক্তবিভাগে কর্মরত ছিলেন ৷ 1 এপ্রিল দুই বন্ধু এবং 1 বান্ধবীর সঙ্গে সিকিমের গ্যাংটকে যান তিনি ৷ মূলত, সংস্থার সেলস বিভাগে কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নিতে গিয়েছিলেন তিনি ৷ সেই কাজ শেষ করে বৃহস্পতিবার বাড়ি ফেরার কথা ছিল তাঁর ৷ কিন্তু, বাড়ি ফেরা হল না ৷ 15 মাইলে তুষারধসে চাপা পড়ে প্রাণ হারালেন তিনি ৷

আরও পড়ুন:চাকরির পরীক্ষা নিতে গিয়ে তুষারধসে প্রাণ গেল সৌরভের

অন্যদিকে, সিকিমের ধ্বসে ‘অপারেশন স্বস্তিক’ (উদ্ধারকাজের নাম) বন্ধ করল ভারতীয় সেনা ৷ আজ সকাল থেকেই নতুন করে উদ্ধার অভিযানে নেমেছিল ভারতীয় সেনা ও বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা ৷ সেখানে নতুন করে তুষারধসে আহত বা নিহতের খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে ৷ তার পরেই বিকেলে উদ্ধারকাজ শেষ হওয়ার কথা সরকারিভাবে জানিয়েছে সেনাবাহিনী ৷ আজ তুষারধসে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে যান সিকিম সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা ৷

ABOUT THE AUTHOR

...view details