পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাঠের মধ্যে গলায় দড়ি বাধা অবস্থায় উদ্ধার মহিলার দেহ - Body of a lady tied with rope

আজ সকালে শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকার একটি মাঠে গলায় দড়ি বাধা অবস্থায় ওই মহিলার দেহ উদ্ধার হয় ।

Death in Siliguri
ছবি

By

Published : Feb 17, 2021, 5:39 PM IST

শিলিগুড়ি, 17 ফেব্রুয়ারি : এক মহিলার খুনের অভিযোগ উঠল শিলিগুড়িতে সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের বণিতজোত এলাকায় । আজ সকালে এলাকার এক ফাঁকা মাঠের মধ্যে গলায় দড়ি বাধা অবস্থায় ওই মহিলার দেহ উদ্ধার করেন স্থানীয়রা । মৃতার নাম বীণা হেমব্রম । তিনি ওই বণিতজোত এলাকারই বাসিন্দা ।

গতকাল বিকেলে সরস্বতী পুজো দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি । রাতে বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন । এরপর আজ সকালে মহিলার গলায় দড়ি বাঁধা অবস্থায় মাঠের মাঝখানে দেখতে পান স্থানীয়রা ।

কী বলছেন মৃতার আত্মীয়রা ?

আরও পড়ুন : বাঙুরে বহুতল থেকে ঝাঁপ কিশোরীর

খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । দেহটিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । অপরদিকে, মৃতার পরিবারের অভিযোগ মহিলাকে খুন করে মাঠের মধ্যে ফেলে দেওয়া হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানা পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details