শিলিগুড়ি, 17 ফেব্রুয়ারি : এক মহিলার খুনের অভিযোগ উঠল শিলিগুড়িতে সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের বণিতজোত এলাকায় । আজ সকালে এলাকার এক ফাঁকা মাঠের মধ্যে গলায় দড়ি বাধা অবস্থায় ওই মহিলার দেহ উদ্ধার করেন স্থানীয়রা । মৃতার নাম বীণা হেমব্রম । তিনি ওই বণিতজোত এলাকারই বাসিন্দা ।
গতকাল বিকেলে সরস্বতী পুজো দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি । রাতে বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন । এরপর আজ সকালে মহিলার গলায় দড়ি বাঁধা অবস্থায় মাঠের মাঝখানে দেখতে পান স্থানীয়রা ।