পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বোর্ড ভাঙার নির্দেশ বেআইনি, আদালতে যান ; BJP-কে পরামর্শ অশোকের - illegal

দার্জিলিঙে 17 জন কাউন্সিলর BJP-তে যোগদান করেন । সেখানে মোট কাউন্সিলরের সংখ্যা 32 । এই কারণে নির্বাচিত পৌর বোর্ড ভেঙে প্রশাসক বসানোর সিদ্ধান্ত বেআইনি বললেন মেয়র অশোক ভট্টাচার্য ।

অশোক ভট্টাচার্য

By

Published : Jun 19, 2019, 11:08 PM IST

Updated : Jun 20, 2019, 6:30 AM IST

শিলিগুড়ি, 19 জুন : দার্জিলিঙে পৌরবোর্ড ভেঙে প্রশাসক বসানোর সিদ্ধান্ত বেআইনি ও অসাংবিধানিক । এই মন্তব্য করলেন শিলিগুড়ি পৌরসভার মেয়র অশোক ভট্টাচার্য । এই সিদ্ধান্তের বিরুদ্ধে কাউন্সিলরদের আদালতে যাওয়ার পরামর্শও দিলেন তিনি ।

দার্জিলিঙে 17 জন কাউন্সিলর BJP-তে যোগদান করেন । সেখানে মোট কাউন্সিলরের সংখ্যা 32 । এই কারণে নির্বাচিত পৌর বোর্ড ভেঙে প্রশাসক বসানোর সিদ্ধান্ত বেআইনি বললেন মেয়র অশোক ভট্টাচার্য । তিনি বলেন, " 431 -এর দুই উপধারায় এই নির্বাচিত বোর্ড ভাঙা হয়েছে । কিন্তু ওই ধারায় বলা আছে চরম অনিয়ম হলে প্রথমে শোকজ় করতে হয় । পরে পৌরসভা ভাঙা যেতে পারে । দার্জিলিঙে এক মাস আগেও এই কাউন্সিলররা তৃণমূল কংগ্রেস এবং বিনয় তামাঙের সঙ্গে ছিলেন । সরকার বোর্ড ভেঙে দিলে তাহলে জানান ঠিক কী অনিয়ম হয়েছিল । ওই কাউন্সিলরদের শোকজ় করা হয়েছিল কি না । আর যদি সত্যিই অনিয়ম হয়ে থাকত, তাহলে তখন পুলিশে FIR করলেন না কেন ? "

মেয়র আরও বলেন, " BJP-কে আটকাতে আইনের ধারা প্রয়োগ করে বোর্ড ভাঙার সিদ্ধান্ত মানব না । এটা BJP বা কোনও রাজনৈতিক দলের বিষয় নয় । এটি আসলে তৃতীয় স্তরের সরকার । তা গায়ের জোরে ভাঙা হবে কেন । আমি চাই সুবুদ্ধিসম্পন্ন ও গণতন্ত্র প্রিয় কাউন্সিলররা এবং আইনজীবীরা আদালতে যান । সেখানে হার নিশ্চিত । "

তিনি আরও বলেন, আমরা চাই রাজ্যের 18 টি পৌরসভার যেখানে মেয়াদ শেষ হয়েছে সেখানে অবিলম্বে নির্বাচন হোক । দার্জিলিঙে নির্বাচিত পৌরবোর্ড ভাঙার নির্দেশ প্রত্যাহার করুক সরকার ।

Last Updated : Jun 20, 2019, 6:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details