পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রক্তের আকাল উত্তরবঙ্গ হাসপাতালে, মুশকিল আসান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের - siliguri police commissionerate

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তৈরি হওয়া রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশ কর্মীরা। সংগ্রহ করা হল 28 ইউনিট রক্ত ৷ রক্তদান শিবিরে পুলিশ ছাড়াও এলাকায় যুব সম্প্রদায়ের সদস্যরাও রক্তদানে এগিয়ে আসেন।

রক্তের আকাল উত্তরবঙ্গ হাসপাতালে, মুশকিল আসান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের
রক্তের আকাল উত্তরবঙ্গ হাসপাতালে, মুশকিল আসান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের

By

Published : May 13, 2021, 11:58 AM IST

শিলিগুড়ি, 13 মে : করোনা আবহে তীব্র রক্ত সংকট তৈরি হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আর সেই রক্ত সংকট মেটাতে মানবিক উদ্যোগ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের। এগিয়ে এলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত বাগডোগরা থানার পুলিশ কর্মীরা।

প্রতিদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য প্রয়োজন হয় গড়ে 50 থেকে 60 ইউনিট রক্তের। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে জেলায় বন্ধ রয়েছে সমস্ত রক্তদান শিবির। যার জেরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চিকিৎসক সহ রোগীর আত্মীয় পরিজনদের। সেই সমস্যা সমাধানের উদ্যোগ নেয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।

রক্তের আকাল উত্তরবঙ্গ হাসপাতালে, মুশকিল আসান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের

বুধবার বাগডোগরা থানার পুলিশের উদ‍্যোগে ও শিলিগুড়ি পুলিশ কমিশনারের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। লক্ষ‍্যমাত্রা ছিল 50 ইউনিট রক্ত সংগ্রহ করা ৷ যদিও শেষ পর্যন্ত সংগ্রহ করা হয় 28 ইউনিট রক্ত। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার দেবেন্দ্রপ্রকাশ সিং। তিনি বলেন, "মেডিক্যাল কলেজে রক্তের সংকট শুনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে পুলিশ ছাড়াও এলাকায় যুব সম্প্রদায়ের সদস্যরাও রক্তদানে এগিয়ে আসেন।"

আরও পড়ুন :জান বাজি রেখে লড়ব, মন্ত্রীর কুর্শিতে বসে বার্তা মনোজের

আগামীতেও কমিশনারেটের অন্যান্য থানাও রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং। সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে বাগডোগরা থানা ৷

ABOUT THE AUTHOR

...view details