দার্জিলিং, 26 জুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস ৷ তাঁকে পড়ুয়াদের একাংশ কালো পতাকা দেখানো হল বলে অভিযোগ উঠেছে ৷ সেই সঙ্গে উঠল গো-ব্যাক স্লোগান ৷ ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্ত্বরে ৷ অভিযোগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে কালো পতাকা দেখানো ও গো-ব্যাক স্লোগান দেওয়ার পিছনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা জড়িত ছিল ৷
সোমবার সকালে বন্দে ভারত এক্সপ্রেসে নিউ জলপাইগুড়ি পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেখান থেকে প্রথমে স্টেট গেস্ট হাউজে যান তিনি ৷ এরপর আচমকাই তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপস্থিত হন ৷ সেখানে বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্চারী মুখোপাধ্যায়-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ৷ বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার সময় রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ ৷ সেই সঙ্গে গো-ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করে পুলিশ ৷ তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভকারী সদস্যদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ৷
এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের দার্জিলিং জেলা সভাপতি তনয় তালুকদার অভিযোগ করেন, "রাজ্যপাল তথা আচার্য স্থায়ী উপাচার্য নিয়োগ করছেন না ৷ শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছেন ৷ সেজন্য আমরা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখালাম ৷" এ দিকে 28 জুন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের একটি বৈঠক ডেকেছেন আচার্য ৷ সেখানে উত্তরবঙ্গের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন আচার্য সিভি আনন্দ বোস ৷ তবে, অভিযোগ উঠেছে ওই বৈঠকে অংশ না নিতে বিভিন্নমহল থেকে উপাচার্যদের উপর চাপ তৈরি করা হচ্ছে ৷ যদিও, এই বিষয়ে কিছু বলতে চাননি রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷