শিলিগুড়ি, 14 মে: লকডাউন পর্বে দু'বেলা পেটের ভাত জোগাতে হিমশিম খাচ্ছে একাধিক পরিবার। এই অবস্থায় বিদ্যুৎ বিল জমা দেওয়া সত্যিই কঠিন একাংশের কাছে। সেক্ষেত্রে লকডাউন পর্বে তিন মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবি তুলে শিলিগুড়িতে গ্রেপ্তার হলেন BJP- যুবমোর্চার কয়েকজন।
3 মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবি, গ্রেপ্তার BJP যুবমোর্চার 4; পরে মুক্তি - darjeeling
গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও গতকাল দুপুরে বিক্ষোভে শামিল হয় শিলিগুড়ি জেলা যুব মোর্চা । শহর ও শহর সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বিক্ষোভ কর্মসূচি চলে । গ্রেপ্তার হলেন BJP- যুবর নেতারা ।
গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও গতকাল দুপুরে বিক্ষোভে শামিল হয় জেলা যুব মোর্চা। শহর ও শহর সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বিক্ষোভ কর্মসূচি চলে । এই অবস্থায় ঘোগমালি বাজার এলাকাতেও বিক্ষোভ কর্মসূচি চলে BJP-র সাত নম্বর মণ্ডলের তরফে ৷ সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভ কর্মসূচি শুরু হতেই আশিঘর ফাঁড়ির তরফে গ্রেপ্তার করা হয় মণ্ডল সভাপতি কিরণ ঘোষসহ চার যুব নেতাকে । খবর পেয়ে আশিঘর ফাঁড়িতে পৌঁছান BJP শিলিগুড়ি সাংগঠনিক জেলা যুব কমিটির সভাপতি কাঞ্চন দেবনাথ । পরে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় যুব নেতৃত্বকে ।
কাঞ্চন দেবনাথ বলেন, "আমরা সাধারণ মানুষের সমস্যা নিয়ে পথে নেমেছি স্বাস্থ্যবিধি মেনে । যদিও আশিঘর ফাঁড়ির তরফে মণ্ডল সভাপতিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় ৷ এটা দুর্ভাগ্যজনক । আমরা লক্ষ্য করছি, অন্যান্য রাজনৈতিক দল কোনও কর্মসূচি নিলে তাতে বাধা দেওয়া হচ্ছে না । BJP যুব পথে নামলেই বাধা দেওয়া হচ্ছে । গণতান্ত্রিক পরিকাঠামোয় এটা মেনে নেওয়া যায় না।"