শিলিগুড়ি, 24 মার্চ: বাজেট অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপির (Budget Session of Siliguri Municipal Corporation)। শুক্রবার শিলিগুড়ি পৌরনিগমে 2023-24 সালের বাজেট অধিবেশনের শুরুটা শান্ত পরিবেশে হলেও বিরোধী পক্ষের বক্তব্য়ের সময় তা উত্তপ্ত হয়ে ওঠে ৷ শুরু হয় চরম রাজনৈতিক তরজা । অধিবেশনের মাঝেই বচসায় জড়ান শাসক ও বিরোধী পক্ষ । পরে বাজেট অধিবেশন ছেড়ে বেরিয়ে যান বিজেপি কাউন্সিলররা ।
এবারের বাজেট অধিবেশনে মূলত শহরের পানীয় জল প্রকল্প, সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, নিকাশি ও রাস্তা-সহ একাধিক বিষয়ে জোর দিয়েছে শিলিগুড়ি পৌরনিগম । 2023-24 আর্থিক বছরের জন্য 591 কোটি 77 লক্ষ 38 হাজার টাকার বাজেট পেশ করেন মেয়র গৌতম দেব । এই বাজেটে দেখানো হয়েছে স্থাবর সম্পত্তির কর আদায় বৃদ্ধি করেছে পৌরনিগম । 2021-22 আর্থিক বছরে কর আদায়ের পরিমাণ ছিল সাড়ে 5 কোটি টাকা । যা 2022-23 অর্থবর্ষে বেড়ে হয়েছে 10 কোটি 74 লক্ষ টাকা । একইভাবে বেড়েছে ট্যাক্স ও নন-ট্যাক্স খাতেও । চলতি আর্থিক বছরে যা বেড়ে হয়েছে প্রায় 10 কোটি টাকা । রাজস্ব বৃদ্ধির পরিমাণ বেড়ে হয়েছে 23.27 শতাংশ ।
সাত মাসে 124 কোটি 27 লক্ষ টাকায় 670টি প্রকল্প নেওয়া হয়েছে । 274 কোটি টাকায় চারটি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হবে । কিন্তু এদিনের বাজেটে নতুন কোনও প্রকল্পের ঘোষণা নেই । পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, 2022-23 আর্থিক বছরের বাজেট পেশ হয়েছিল 318 কোটি 66 লক্ষ টাকার । যা এবার 273 কোটি বাড়িয়ে 591 কোটি 77 লক্ষ টাকা করা হয়েছে ।