দার্জিলিং, 18 জুলাই: এনডিএ-র জোট শরিকের বৈঠকে আমন্ত্রণ পেল প্রয়াত সুভাষ ঘিসিংয়ের দল জিএনএলএফ ৷ এই প্রথম পাহাড়ের কোনও আঞ্চলিক রাজনৈতিক দল বিজেপির জোট সঙ্গী হিসেবে এই বৈঠকে ডাক পেল ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, 17 জুলাই বিজেপি সভাপতি জেপি নাড্ডা সুভাষ ঘিসিংয়ের পুত্র এবং জিএনএলএফের সভাপতি মন ঘিসিংকে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন ৷ এদিকে আজই বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের 26টি দলের বৈঠক চলছে ৷
মঙ্গলবার বিকেলে দিল্লির একটি হোটেলে এই এনডিএ বৈঠক হওয়ার কথা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা এই বৈঠকে নেতৃত্ব দেবেন ৷ বিজেপির জিএনএলএফকে আমন্ত্রণ জানানোয় পাহাড়ের রাজনীতিতে ফের বিতর্ক তৈরি হয়েছে ৷ তবে পাহাড়ের কোনও রাজনৈতিক দলকে এই প্রথম আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ জানিয়েছে ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্সে থাকা অন্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলিও ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, 2024 সালের লোকসভা নির্বাচনে পাহাড়ের লোকসভা কেন্দ্রগুলিকে গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির ৷
জিএনএলএফের সেক্রেটারি জেনারেল নীরজ জিম্বা বলেন, "জিএনএলএফকে এনডিএ জোটের বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানাই । এতে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে আমাদের লড়াই আরও সুদৃঢ় হবে ৷" তিনি আশা করছেন, গত লোকসভা নির্বাচনে পাহাড়ের বেশ কিছু দাবিদাওয়া পেশ করা হয়েছিল ৷ এবার সেগুলি নিয়েও আলোচনা হতে পারে ৷
আরও পড়ুন: 'বিরোধী ঐক্যে বিচলিত বিজেপি', এনডিএ বৈঠককে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস
দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, "বিজেপি সবসময় পাহাড়কে গুরুত্ব দেয় ৷ পাহাড় ও পাহাড়বাসীর দাবি পূরণে প্রধানমন্ত্রী সবসময় অগ্রাধিকার দিয়ে থাকেন ৷ গত লোকসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচন ও এবারের পঞ্চায়েত নির্বাচনে জিএনএলএফ আমাদের সঙ্গে জোট হিসেবে লড়েছে ৷" এই কারণে তাদের এই আমন্ত্রণ বলে দাবি করেন বিজেপি নেতা ৷
এদিকে জিএনএলএফকে এনডিএ বৈঠকে আমন্ত্রণ জানানোর বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ শাসকদলের দার্জিলিং হিলের চেয়ারম্যান শান্তা ছেত্রী বলেন, "এসব লোক দেখানো ৷ লোকসভা নির্বাচনে পাহাড়ে যাতে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখা যায় তার জন্য এই কৌশল ৷"