শিলিগুড়ি, 20 সেপ্টেম্বর : বাংলার কোনও কাজে নয় বা উত্তরবঙ্গের কোনও উন্নয়নের জন্য নয় ৷ কোটি কোটি টাকা খরচ করতেই উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে এমন মন্তব্য করলেন যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ । তিনি আরও বলেন, তৃণমূল দল সুরক্ষিত নয় ৷ তাই ঘোড়া কেনাবেচা করতে সফরে আসছেন মুখ্যমন্ত্রী ।
মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ সৌমিত্রর, পালটা গৌতমের
একাধিক দলীয় কর্মসূচিকে সামনে রেখে উত্তরবঙ্গ সফরে রয়েছেন BJP সাংসদ সৌমিত্র খাঁ ।
একাধিক দলীয় কর্মসূচিকে সামনে রেখে উত্তরবঙ্গ সফরে রয়েছেন BJP সাংসদ সৌমিত্র খাঁ । তিনি শহরে উপস্থিত থাকাকালীন তাঁর দলে ভাঙন দেখা দিয়েছে । বহু যুব মোর্চার সমর্থকেরা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন গৌতম দেব । তিনি সৌমিত্র খাঁকে কটাক্ষ করে বলেন, আমি জানতাম উনি শিক্ষিত। ওনার দায়িত্বশীল হওয়া প্রয়োজন ।
সম্প্রতি মুর্শিদাবাদে জঙ্গি গ্রেপ্তার ইশুতে রাজ্যকে একহাত নিয়ে আজ সৌমিত্র খাঁ বলেন, “তৃণমূলের মুখ্যমন্ত্রীর আমলে জঙ্গি তৈরির কারখানা গড়ে উঠছে । কেন এমন হচ্ছে তার উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীকে ।” সৌমিত্র খাঁ'য়ের প্রশ্নের প্রেক্ষিতে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “খুবই সেনসেটিভ ইশুুু । সাংসদের এমন বক্তব্য ঠিক না। ধৃত জঙ্গিদের ইতিহাস কী ? তারা কি সীমানা পেরিয়ে এসেছে কি না তা তদন্ত সাপেক্ষ । এসব কেন্দ্র ও রাজ্যের তথ্য বিনাময়ে খতিয়ে দেখা হয় ৷ আর স্টেট ভিজিলেন্স আছে বলেই এসব ধরা পড়ছে । এমন মন্তব্য দুর্ভাগ্যজনক ।” তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে যাঁরা এমন কথা বলেন তাঁরা গোপনে দেশদ্রোহিতার পতাকা বহন করেন ।