দার্জিলিং, 25 ফেব্রুয়ারি: দার্জিলিং রাজভবনে সরকারি অনুষ্ঠানে হিন্দি গানের তালে নাচতে দেখা গেল বিজেপি বিধায়ককে ৷ ঘটনায় দানা বাধল বিতর্ক । ইতিমধ্যে বিধায়কের সেই নাচের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফে দার্জিলিঙে রাষ্ট্রীয় সাংস্কৃতিক মহোৎসবের আয়োজন করা হয়েছিল । গতকাল সেই উৎসবের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাতে সেখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । দর্শক ভরা অনুষ্ঠানে মঞ্চে উঠে হিন্দি গানের তালে নাচতে দেখা যায় দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক তথা জিএনএলএফ মুখপাত্র নীরজ জিম্বাকে । এরপর তাঁর নাচের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । রাজভবনে একজন জনপ্রতিনিধির এমন নাচ নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিকমহলে । পাশাপাশি সোশাল মিডিয়াতেও নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন বিধায়ক । অনেকে অবশ্য বিধায়কের নাচে দোষের কিছু দেখছেন না ।