পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Not to Contest in GTA : জিটিএ নির্বাচনে বিজেপি হয়তো নেই, জানালেন রাজু বিস্তা - পাহাড়ে জিটিএ নির্বাচন

পাহাড়ে জিটিএ নির্বাচনে নিয়ে চিন্তাভাবনা চলছে ৷ কিন্তু বিজেপি এই ভোটে নাও লড়তে পারে ৷ এর আগে জিএনএলএফ সরে দাঁড়িয়েছে (BJP Not to Contest in GTA) ৷

Raju Bista on GTA Election
জিটিএ নিয়ে মুখ খুললেন রাজু বিস্তা

By

Published : Apr 9, 2022, 9:08 AM IST

শিলিগুড়ি, 9 এপ্রিল : "জিটিএ বেআইনি ব্যবস্থা", সাংবাদিকদের বললেন দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র রাজু বিস্তা ৷ বেআইনি উপায়ে পাহাড় দখলের একটা প্রক্রিয়া করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানান বিজেপি নেতা ৷ নিশ্চিত করে না বললেও পাহাড়ের বিজেপি নেতা আভাস দিলেন, হয়তো বিজেপি জিটিএ নির্বাচনে অংশগ্রহণ করবে না (BJP may not contest in GTA Election, says BJP leader Raju Bista) ।

শুক্রবার শিলিগুড়িতে সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রাজু বিস্তা । উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ অন্যরা ।এদিন জিটিএ নির্বাচনের পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা, রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ড নিয়েও রাজ্য সরকারের সমালোচনা করেন রাজু বিস্তা ।

বিজেপি সাংসদ রাজু বিস্তা আভাস দিলেন, জিটিএ নির্বাচনে বিজেপি নাও লড়তে পারে

আরও পড়ুন : GTA Election in Hills : রাজনৈতিক দলগুলির মধ্যে মতভেদ, কিন্তু জিটিএ নির্বাচনের পক্ষে মত পাহাড়বাসীর

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উত্তরবঙ্গ সফর ও দার্জিলিংয়ের উন্নয়নমূলক একাধিক প্রকল্পে মোদি সরকারের আর্থিক বরাদ্দের কথাও ঘোষণা করেন তিনি । তবে জিটিএ নির্বাচন নিয়ে পাহাড়ে বিজেপির অবস্থান কিছুটা পরিষ্কার করল গেরুয়া শিবির । এর আগে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে জিটিএ (Gorkhaland Territorial Administration) নির্বাচনে অংশগ্রহণ না করার কথা জানিয়েছিল জিএনএলএফ । সেইসময় সরাসরি রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নিরজ জিম্বা । ফলত জিএনএলএফ-এর পর জোট সঙ্গী বিজেপিও জিটিএ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথেই হাঁটল ।

জিটিএ প্রসঙ্গে রাজু বিস্তা বলেন, "2005 সাল থেকে কোনও পঞ্চায়েত নির্বাচন হয়নি । অথচ যে জিটিএকে পাহাড়বাসী খারিজ করে দিয়েছে, তার নির্বাচন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় । 2021-এ নির্বাচনের সময়েও তিনি নিজেই বলেছিলেন পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান করবেন ।" এখানে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে জানান, কেন্দ্র সরকার সেই দিকেই কাজ করছে ৷ তাই জিটিএ নির্বাচন করে মুখ্যমন্ত্রী নিজের জন্যই গর্ত খুঁড়ছেন । মুখ্যমন্ত্রীর নিজেকে এ থেকে বাঁচা প্রয়োজন ৷

এরপরই তিনি বলেন, "বিজেপি সংগঠনের মধ্যে এখনও এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি ৷ তবে আমরা হয়তো জিটিএ নির্বাচনে অংশ নেব না । কারণ এটা জনতার ভাবনার বিরুদ্ধে ৷ আমি পাহাড়বাসীকে জানাতে চাই, পাহাড়ের উন্নয়ন এবং স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য কেন্দ্র সরকার কাজ করে চলছে । কেন্দ্র সরকারই একমাত্র পাহাড়ের সমস্যার সমাধান করতে পারে ।"

আরও পড়ুন : GNLF will not participate GTA elections: জিটিএ নির্বাচনে নেই জিএনএলএফ, মোর্চাকে কটাক্ষ নিরজ জিম্বার

এছাড়াও এদিন সাংসদ জানান, বালাসন সেতু-সহ সেখান থেকে শালুগাড়া হয়ে সেবক রোড পর্যন্ত ফোর লেন রাস্তা সম্প্রসারণের জন্য প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। সেই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । এক মাসের মধ্যে কাজ শুরু হবে। এরপর দার্জিলিং মোড়ের সমস্যা সমাধানের পর করোনেশন সেতুর পাশে বিকল্প সমান্তরাল সেতু নির্মাণের জন্য এক হাজার ৩১২ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। পাশাপাশি চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ।

ABOUT THE AUTHOR

...view details