শিলিগুড়ি,19 অগস্ট : বিজেপির শহিদ সম্মান যাত্রায় বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি। শহরের একাধিক স্কুল ও ভবনে আটকে রাখা হল নারায়ণী সেনা এবং বিজেপি কর্মী সমর্থকদের । এরই প্রতিবাদে দিনভর হোটেলবন্দী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক । পরে আটকদের মুক্তির দাবি নিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে বিজেপির সাংসদ ও বিধায়কদের প্রতিনিধি দল ।
বুধবার সকালে শিলিগুড়ির হিন্দি হাইস্কুল ও বেশ কয়েকটি ভবনে শতাধিক নারায়ণী সেনার সদস্যদের বাইরে থেকে আটকে রাখে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় শহরে । এমনকি, পুলিশের তরফে দেওয়া খাবার ও জল প্রত্যাখান করে নারায়ণী সেনার সদস্যরা । শিলিগুড়ি ও জলপাইগুড়িতে আজ সকালে শহিদ সম্মান যাত্রা করার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের । কিন্তু, নারায়ণী সেনা এবং বিজেপি কর্মী সমর্থকদের মুক্তির দাবিতে তিনি দিনভর নিজেকে হোটেলবন্দী করে রাখে ।
এরপরই বিজেপির বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সহ দশ জনের একটি দল শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মার সঙ্গে দেখা করেন ও দাবি করেন প্রত্যেককে মুক্তি দিতে হবে ৷