পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জ্বলছে কিছু টায়ার, মদত দিচ্ছেন মুখ্যমন্ত্রী : দিলীপ ঘোষ - Dilip Ghosh on dispute in state

দিলীপ ঘোষ বলেন, "মোটেও রাজ্য জ্বলছে না । জ্বলছে শুধু কিছু টায়ার ।" তিনি আরও বলেন, "জাতীয় পতাকা হাতে নিয়ে যারা সরকারি সম্পত্তি ভাঙছে তারা অনুপ্রবেশকারী । তাদের পেছনে থেকে মদত দিচ্ছে রাজ্যের কিছু রাজনৈতিক দল । অনুপ্রবেশকারীদের ভোটে জিতে ক্ষমতায় টিকে থাকতে অশান্তি ছড়ানোর জন্য তাদের মদত দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।"

image
দীলিপ ঘোষ

By

Published : Dec 14, 2019, 8:28 PM IST

শিলিগুড়ি, 14 নভেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দেশের উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যগুলি ৷ বিক্ষোভের নামে তাণ্ডব শুরু হয়েছে পশ্চিমবঙ্গেও ৷ তবে BJP-র রাজ্য সভাপতি দীলিপ ঘোষের মত ভিন্ন ৷

আজ শিলিগুড়িতে দিলীপবাবু বলেন, "মোটেও রাজ্য জ্বলছে না । জ্বলছে শুধু কিছু টায়ার ।" তিনি আরও বলেন, "জাতীয় পতাকা হাতে নিয়ে যারা সরকারি সম্পত্তি ভাঙছে তারা অনুপ্রবেশকারী । তাদের পেছনে থেকে মদত দিচ্ছে রাজ্যের কিছু রাজনৈতিক দল । অনুপ্রবেশকারীদের ভোটে জিতে ক্ষমতায় টিকে থাকতে অশান্তি ছড়ানোর জন্য তাদের মদত দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।"

মমতা বন্দ্যোপাধ্য়ায় বিক্ষোভকারীদের মদত দিচ্ছেন বলে মন্তব্য দীলিপ ঘোষের

দিলীপবাবু বলেন, "মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র রয়েছে । সেখানে তারাই সংখ্যাগুরু । তাহলে তারা শরণার্থী হিসেবে এদেশে আসবে কেন? যারা এলেন তারা কেন এলেন ?"


রাজ্যে বিক্ষোভ প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "রাজ্যে অনুপ্রবেশকারীদের ভোটে জিততে চাইছে তৃণমূল ৷ তাই ক্ষমতায় টিকে থাকতে এই ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনাগুলিতে পেছন থেকে মদত দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পুলিশ দাঁড়িয়ে দেখছে ।"

ABOUT THE AUTHOR

...view details