শিলিগুড়ি, 14 নভেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দেশের উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যগুলি ৷ বিক্ষোভের নামে তাণ্ডব শুরু হয়েছে পশ্চিমবঙ্গেও ৷ তবে BJP-র রাজ্য সভাপতি দীলিপ ঘোষের মত ভিন্ন ৷
আজ শিলিগুড়িতে দিলীপবাবু বলেন, "মোটেও রাজ্য জ্বলছে না । জ্বলছে শুধু কিছু টায়ার ।" তিনি আরও বলেন, "জাতীয় পতাকা হাতে নিয়ে যারা সরকারি সম্পত্তি ভাঙছে তারা অনুপ্রবেশকারী । তাদের পেছনে থেকে মদত দিচ্ছে রাজ্যের কিছু রাজনৈতিক দল । অনুপ্রবেশকারীদের ভোটে জিতে ক্ষমতায় টিকে থাকতে অশান্তি ছড়ানোর জন্য তাদের মদত দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।"