শিলিগুড়ি, ৫ জুন: "স্থানীয় নির্বাচনে বিরোধীদের মনোনয়ন দিতে দেওয়া হবে না, ভোট করতে দেওয়া হবে না । এসব করেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে । এটা যেদিন করতে পারবে না সেদিন ক্ষমতা থেকে চলে যাবে।" শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন প্রসঙ্গে শিলিগুড়িতে এমনটাই জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি । সেখান থেকে সড়কপথে সিকিমের উদ্দেশে রওনা দেন দিলীপ ।
শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া থেকে আটকানোর পাশাপাশি গ্রাম পঞ্চায়েত স্তরে বেছে বেছে বিজেপি প্রার্থীদের মনোনয়ন বাতিল করার অভিযোগ উঠেছে । সেই প্রসঙ্গে এদিন সরব হন দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh criticises TMC) । তিনি বলেন, "এসব জেনেও আমরা নির্বাচনে লড়ছি আর লড়বও ।" কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সম্প্রতি মন্তব্য করেছিলেন, বিজেপি যা শিখিয়ে দেয় সেইসবই বলেন রাজ্যপাল ৷ এবিষয়ে এদিন ফিরহাদকে পালটা বিঁধেছেন দিলীপ ঘোষ ৷ বলেছেন, "ফিরহাদ হাকিমরা নিজেদের মতো বোকা ভাবেন সবাইকে বোধহয় । রাজ্যপাল যেমন নাচাচ্ছেন তেমন তুর্কি নাচ নাচছেন নেতারা । তাঁরা বুঝতে পারছেন রাজ্যপাল কী জিনিস । যাঁরা সংবিধানের-আইনের বাইরে গিয়ে কাজ করবেন তাদেরই অসুবিধা হবে ।"