পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে করোনা পরিস্থিতি মোকাবিলায় হেল্পলাইন নম্বর চালু বিজেপির - হেল্পলাইন নম্বর শিলিগুড়িতে

সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত যে কোনওধরনের সমস্যা হলে ওই হেল্পলাইন নম্বরে ফোন করলে তাৎক্ষণিক সমস্তরকম তথ্য দিয়ে সাহায্য করা হবে । ওই নির্দিষ্ট সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেজের মাধ্যমে হেল্পলাইন নম্বরটিতে যোগাযোগ করা যেতে পারে ।

শিলিগুড়িতে করোনা পরিস্থিতি মোকাবিলায় হেল্পলাইন নম্বর চালু বিজেপির
শিলিগুড়িতে করোনা পরিস্থিতি মোকাবিলায় হেল্পলাইন নম্বর চালু বিজেপির

By

Published : May 14, 2021, 7:08 AM IST

শিলিগুড়ি, 14 মে : শহরের করোনা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ । বৃহস্পতিবার শিলিগুড়ির বিজেপির দলীয় কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, শিলিগুড়িবাসীর জন্য একটি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তথ্য দেওয়ার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । নম্বরটি হল 9883457642 ।

তিনি জানান, সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত যে কোনওধরনের সমস্যা হলে ওই হেল্পলাইন নম্বরে ফোন করলে তাৎক্ষণিক সমস্ত রকম তথ্য দিয়ে সাহায্য করা হবে । ওই নির্দিষ্ট সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেজের মাধ্যমে হেল্পলাইন নম্বরটিতে যোগাযোগ করা যেতে পারে ।

আরও পড়ুন,রাজ্যে দৈনিক আক্রান্তের রেকর্ড, বাড়ছে সুস্থতার হারও

এই বিষয়ে শংকর ঘোষ বলেন, "হেল্পলাইন নম্বরটিতে মানুষ ফোন করলে যেকোনও ধরনের করোনা সম্পর্কিত তথ্য পাবেন । রোগীকে কোথায় নিয়ে গেলে চিকিৎসা হবে, কীভাবে মিলবে টেলিমেডিসিন পরিষেবা তা জানানো হবে ।" পাশাপাশি তিনি জানান, শিলিগুড়ি পৌরনিগমের 47 টি ওয়ার্ডে বিজেপির নারী ও যুব মোর্চা থেকে পাঁচজন করে সদস্যের একটি দল করোনা মোকাবিলায় গঠন করা হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details