পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চা শ্রমিকদের বকেয়া মেটানোর দাবিতে পথ অবরোধ BJP-র

লোকসভা ভোটের মুখে চা বাগান ইশুতে কোণঠাসা রাজ্য সরকার। ডানকান গোষ্ঠীর চা শ্রমিকদের দু'মাসের বকেয়া মজুরি মেটানোর দাবিতে আজ এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP।

অবরোধ

By

Published : Feb 26, 2019, 10:25 AM IST

আলিপুরদুয়ার, ২৫ ফেব্রুয়ারি : লোকসভা ভোটের মুখে চা বাগান ইশুতে কোণঠাসা রাজ্য সরকার। ডানকান গোষ্ঠীর চা শ্রমিকদের দু'মাসের বকেয়া মজুরি মেটানোর দাবিতে আজ এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP। আজ সকাল দশটা থেকে টানা তিন ঘণ্টা হাইওয়ে অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে উত্তর-পূর্ব ভারতের সাথে সড়ক যোগাযোগ। কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন দাঁড়িয়ে পড়ে। BJP-র সাথে CPI(M), RSP-র মতো বাম দলগুলিও পথ অবরোধে সামিল হয়।

শুনুন বক্তব্য

আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের ডানকান গোষ্ঠীর প্রায় সব কটি চা বাগানেই দীর্ঘদিন ধরেই শ্রমিকদের মজুরি বাকি। এর জেরেই আজ বীরপাড়া মোড়ে বিক্ষোভ শুরু করে BJP ও বামদল গুলি। অবরোধ তুলতে ঘটনাস্থানে পুলিশ এলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় অবরোধকারীদের।
লোকসভা নির্বাচনের ঠিক মুখে চা বলয়ের আদিবাসী মহল্লা পথে নেমে BJP-র ঝান্ডা ধরে আন্দোলনে সামিল হয়।

গত লোকসভা নির্বাচনে এই চা বলয়ের ভোটই তৃণমূলকে ব্যাপক চাপে রেখেছিল। কালচিনি, মাদারিহাট, কুমারগ্রামের মতো এলাকায় তৃণমূলকে পিছনে ফেলে ১ নম্বরে উঠে আসে BJP। আদিবাসী মহল্লার ভোটারদের মন জয় করতে তৃণমূল উন্নয়ন মূলক কর্মসূচি গ্রহণ করলেও BJP-র দিকে ঝোঁকার প্রবণতা ঠেকাতে পারছে না রাজ্য সরকার।

২০১৪ সালে তৃণমূল ফালাকাটা, তুফানগঞ্জের ভোটের উপর ভর করে লোকসভা আসনটি জেতে। এরপর ২০১৬ বিধানসভা নির্বাচন কিংবা ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন সব নির্বাচনেই তৃণমূলকে, BJP কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। চা বাগান ইশুতে রাজ্যের বিরোধী দলগুলি ক্রমশ একজোট হতে শুরু করায় লোকসভা নির্বাচনে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে রাজ্যের শাসকদল।

ABOUT THE AUTHOR

...view details