আলিপুরদুয়ার, ২৫ ফেব্রুয়ারি : লোকসভা ভোটের মুখে চা বাগান ইশুতে কোণঠাসা রাজ্য সরকার। ডানকান গোষ্ঠীর চা শ্রমিকদের দু'মাসের বকেয়া মজুরি মেটানোর দাবিতে আজ এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP। আজ সকাল দশটা থেকে টানা তিন ঘণ্টা হাইওয়ে অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে উত্তর-পূর্ব ভারতের সাথে সড়ক যোগাযোগ। কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন দাঁড়িয়ে পড়ে। BJP-র সাথে CPI(M), RSP-র মতো বাম দলগুলিও পথ অবরোধে সামিল হয়।
আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের ডানকান গোষ্ঠীর প্রায় সব কটি চা বাগানেই দীর্ঘদিন ধরেই শ্রমিকদের মজুরি বাকি। এর জেরেই আজ বীরপাড়া মোড়ে বিক্ষোভ শুরু করে BJP ও বামদল গুলি। অবরোধ তুলতে ঘটনাস্থানে পুলিশ এলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় অবরোধকারীদের।
লোকসভা নির্বাচনের ঠিক মুখে চা বলয়ের আদিবাসী মহল্লা পথে নেমে BJP-র ঝান্ডা ধরে আন্দোলনে সামিল হয়।