পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোর্খাদের প্রতারণা করেছে বিজেপি, উত্তরবঙ্গে তৃণমূল জিতবে : গুরুং - মদন তামাং হত্যাকাণ্ড

আজকের জনসভায় মোর্চা নেতা বিমল গুরুং বলেন, "গোর্খাদের প্রতি প্রতারণা করেছে বিজেপি । শুধু দার্জিলিং জেলায় নয়, উত্তরবঙ্গজুড়ে আগামী নির্বাচনে মোর্চা প্রতিটি আসনে তৃণমূলকে জেতাবে । আমরা আশাবাদী, আমাদের দাবি দাওয়া দ্রুত মিটবে ।"

Bimal Gurung
বিমল গুরুং

By

Published : Dec 6, 2020, 6:01 PM IST

Updated : Dec 6, 2020, 8:03 PM IST

শিলিগুড়ি, 6 ডিসেম্বর : প্রায় 30 হাজার কর্মী সমর্থক নিয়ে শিলিগুড়তে সভা করলেন বিমল গুরুং । প্রায় সাড়ে তিন বছর পর জেলায় ফিরলেও এখনও পাহাড়ে উঠতে পারেননি তিনি । তবে আজকের সভায় বিজেপিকে কড়া আক্রমণের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ।

সভায় তিনি নেপালি ভাষাতেই বক্তব্য রাখেন । গুরুংকে ঘিরে আবেগতাড়িত হয়ে পড়ে উপস্থিত অনুগামীরা । দলীয় পতাকা নাড়িয়ে গান গাইতে গাইতে কর্মী সমর্থকেরা গুরুংকে সভামঞ্চে নিয়ে যায় । সভামঞ্চে পৌঁছে গুরুং বলেন, বিজেপিকে উচিত শিক্ষা দিতে হবে ।

বিজেপিকে আক্রমণ করে বলেন, "গোর্খাদের প্রতি প্রতারণা করেছে বিজেপি । শুধু দার্জিলিং জেলায় নয়, উত্তরবঙ্গ জুড়ে আগামী নির্বাচনে মোর্চা প্রতিটি আসনে তৃণমূলকে জেতাবে । আমরা আশাবাদী, আমাদের দাবি দাওয়া দ্রুত মিটবে ।"

শিলিগুড়িতে বিমল গুরুং

আজকের সভাশেষে সংবাদমাধ্য়মকে বিমল গুরুং বলেন, "সাড়ে তিন বছর পরও মানুষ আমাকে মনে রেখেছে । আস্থা রেখেছে । তার জন্য অসংখ্য ধন্যবাদ । বিজেপি স্বপ্ন দেখালেও পাহাড়ের মানুষের জন্যে কিছুই করেনি । তাই তৃণমূলে এলাম । বিজেপির পাহাড়ে একটি ভোটও পাওয়া উচিত নয় । বিজেপি যেখানে যেখানে জনসভা করবে আমরাও সেখানে জনসভা করব । আগামী সপ্তাহে ডুয়ার্সে জনসভা করব । পরে দার্জিলিঙে । বিজেপি পাহাড়ের মানুষের জন্যে কিছুই করেনি, বরং দিদি কথা রেখেছে । তাই দিদির সাথে আছি ।"

বিনয় তামাং, অনীত থাপার তৃণমূলে থাকার প্রসঙ্গে তিনি বলেন, "দুর্নীতি থেকে বাঁচতে, মদন তামাং হত্যাকাণ্ড থেকে বাঁচতে তৃণমূল করছে । লোকসভা নির্বাচনে দিদিকে কিছুই দিতে পারেনি, নিজেরাই হেরেছে । দিদিকে বলেছি তাঁদের যেন আমার থেকে দূরে রাখে ।"

Last Updated : Dec 6, 2020, 8:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details