পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: শিলিগুড়িতে মমতার বিজয়া সম্মিলনীকে 'বিসর্জন সম্মিলনী' বলে কটাক্ষ বিজেপির - উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সফরের মাঝেই আগামী 19 তারিখ শিলিগুড়িতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে (Bijaya Sammilani Programme of Mamata Banerjee) যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷ এই অনুষ্ঠানকেই কটাক্ষ করেছে বিরোধীরা ৷

ETV Bharat
Mamata Banerjee in north bengal

By

Published : Oct 17, 2022, 5:23 PM IST

শিলিগুড়ি, 17 অক্টোবর: সোমবার থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চারদিনের উত্তরবঙ্গ সফর (Mamata Banerjee in North Bengal) ৷ তাঁর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । মালবাজারের মাল নদীতে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে যেমন দেখা করবেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করার কথা রয়েছে তাঁর ৷ রয়েছে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানও ।

তবে মুখ্যমন্ত্রীর এই সফরের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানকে 'বিসর্জন সম্মিলনী' বলে কটাক্ষ করেছে গেরুয়া শিবির (BJP criticises Bijaya Sammilani Programme) । অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনের আগে বিজয়া সম্মিলনীর নামে রাজনৈতিক সম্মেলন করা হচ্ছে বলে তোপ দেগেছে বামেরাও । শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, "বিজয়া সম্মিলনী নয়, বিসর্জন সম্মিলনী হবে । সরকারি টাকায় বেসরকারি বাংলো সংস্কার করা হচ্ছে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর এক রাত থাকার জন্য। এসব হল যথেচ্ছ টাকা নষ্ট করার নমুনা । মালবাজারে হড়পা বানে যেভাবে আট জনের মৃত্যু হয়েছে তার পিছনে মালবাজার পৌরসভার তৈরি মৃত্যু ফাঁদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পদক্ষেপ করবে কি না সেটাই দেখার বিষয় ।" অন্যদিকে সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন,"খরচ করে বিজয়ার নামে নির্বাচনী সম্মেলন হচ্ছে । সামনে পঞ্চায়েত ভোট । পুলিশ, প্রশাসনকে ডেকে দলের যাঁরা প্রার্থী হবেন, তাঁদের নিয়ে বার্তা দেওয়া হবে ।”

আরও পড়ুন: মালবাজারে দুর্গত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন, জানালেন মমতা

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 19 অক্টোবর শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি ময়দানে সমস্ত ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, সরকারি আমলাদের নিয়ে বিজয়া সম্মিলনী আয়োজিত হতে চলেছে (Mamata to attend Bijaya Sammilani) । ইতিমধ্যেই ময়দানে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে । অনুষ্ঠানস্থল পরিদর্শনও করেন জেলাশাসক এস পুন্নমবলম, পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী-সহ অন্যান্য আধিকারিকরা ।

মমতার বিজয়া সম্মিলনীকে 'বিসর্জন সম্মিলনী' বলে কটাক্ষ বিজেপির

উত্তরবঙ্গের সাড়ে ছয় হাজার পুজো কমিটির 28 হাজারের বেশি প্রতিনিধি ওই সম্মিলনীতে উপস্থিত থাকবেন বলে খবর । এছাড়াও শিল্পপতি ও অন্যান্য আমন্ত্রিতদের মেলালে সংখ্যাটা 30 হাজারের বেশি । প্রত্যেক পুজো কমিটি থেকে পাঁচজন করে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে । সেই তথ্য জমা করতে বলা হয়েছে পুলিশ আধিকারিকদের । কমিটির সদস্যদের জন্য বাস ভাড়া ও টিফিনের ব্যবস্থা থাকছে । শুধু মাত্র, মঞ্চ ও মিষ্টিমুখের জন্য খরচ হবে অন্তত 70 লক্ষ টাকা । 640টি বাসের ব্যবস্থা করা হয়েছে ৷ সংশ্লিষ্ট পৌরসভা ও পঞ্চায়েতকে এই সবের ব্যবস্থা করতে বলা হয়েছে । সভার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার রাখা হয়েছে । নজরদারি রাখা হবে সিসি ক্যামেরার মাধ্যমেও ।

উল্লেখ্য, রবিবারই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রীর থাকার জন্য সরকারি অর্থ ব্যয়ে বেসরকারি রিসর্ট সংস্কার করা হচ্ছে ৷ আর এবার বিরোধীদের কটাক্ষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ৷

ABOUT THE AUTHOR

...view details