শিলিগুড়ি, 3 অগাস্ট : তৃণমূল নেতানেত্রীরা কাটমানি নেননি ৷ BJP নেতারা ব্যবসায়ী থেকে শুরু করে ঠিকাদার সংস্থার উপর চাপ সৃষ্টি করে মোটা টাকা চাপমানি হিসেবে আদায় করছে বলে অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷
আজ শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজ়ে সাংবাদিক বৈঠকে রবীন্দ্রনাথবাবু বলেন, "সাধারণ মানুষকে নিশানা করে নিরীহ তৃণমূল নেতাদের উপর চাপ সৃষ্টি করে তাদের থেকে মোটা টাকা আদায় করছে BJP ৷ তাই আমরাও আন্দোলন শুরু করেছি ৷ এই চাপমানি BJP-কে অবিলম্বে ফেরত দিতে হবে ৷ " গতকাল 'দিদিকে বলো' কর্মসূচি চলাকালীন কাটমানি ইশুতে উত্তেজনা ছড়ায় কোচবিহারে ৷ এপ্রসঙ্গে রবীন্দ্রনাথবাবু বলেন, "তৃণমূলের কোনও নেতা কাটমানি নেননি ৷ কাটমানি প্রসঙ্গে যত অভিযোগ উঠে আসছে সবটাই CPI(M) নেতাদের বিরুদ্ধে ৷ গতকালও যে অভিযোগ উঠেছিল তাও CPI(M) নেতার বিরুদ্ধে ৷ তৃণমূল ক্ষমতায় আসার আগে বাম আমল থেকেই কাটমানি নেওয়া শুরু হয়েছিল ৷ একথা CPI(M) নেতারা প্রকাশ্যেই জানিয়েছেন ৷"