পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SMC Election 2022 : গত ভোটের বৈধ শংসাপত্র এবার অবৈধ, শিলিগুড়িতে বাতিল বিজেপি প্রার্থীর মনোনয়ন - বিজেপি প্রার্থী মালতী রায়

বাতিল হয়ে গেল শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর মনোনয়ন (BJP Candidate Nomination Cancellation) ৷ বিজেপির অভিযোগ, তৃণমূলের চাপে তাদের প্রার্থীর জাতিগত শংসাপত্র বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন ৷ অথচ গতবারের পৌরভোটে এই নথি পেশ করেই ভোটে লড়ে জিতেছিলেন তিনি ৷ অস্বীকার শাসকদলের ৷ বিষয়টি নিয়ে পৌর নির্বাচনের (SMC Election 2022) আগে সরগরম ভোটের শহর ৷

bjp candidate nomination cancellation controversy before smc election 2022
SMC Election 2022 : গত ভোটের ‘বৈধ’ শংসাপত্র এবার ‘অবৈধ’, শিলিগুড়িতে বাতিল বিজেপি প্রার্থীর মনোনয়ন

By

Published : Jan 6, 2022, 6:23 PM IST

শিলিগুড়ি, 6 জানুয়ারি : আসন্ন শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে (SMC Election 2022) এক বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল (BJP Candidate Nomination Cancellation) হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক ৷ ওই বিজেপি প্রার্থীর নাম মালতী রায় ৷ তিনি শিলিগুড়ি পৌরনিগমের 1 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ৷ এবার তাঁকে 46 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছে বিজেপি ৷ প্রসঙ্গত, শিলিগুড়ির 1 ও 46 নম্বর ওয়ার্ড দু’টি তফশিলি মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত ৷ গতবারের পৌর নির্বাচনে মনোনয়ন পেশের সময় মালতী রায় অসম সরকার অনুমোদিত জাতিগত শংসাপত্র জমা করেছিলেন ৷ এবারও একই কাজ করেছেন তিনি ৷ কিন্তু, গতবার সেই শংসাপত্র গ্রাহ্য হলেও এবার হয়নি ৷ উল্টে ত্রুটিপূর্ণ নথি জমা দেওয়ার অভিযোগ তাঁর মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন :SMC Election 2022 : নির্বাচনী প্রচারে করোনা-বিধির দফারফা শাসকদলের প্রার্থীদের

বিজেপির অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মালতীর মনোনয়ন বাতিল করা হয়েছে ৷ এর জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি শাসকদল তৃণমূল কংগ্রেসকেও দায়ী করেছে গেরুয়া শিবির ৷ বিজেপির শিলিগুড়ির সাংগঠনিক জেলা সভাপতি আনন্দময় বর্মন এই প্রসঙ্গে বলেন, ‘‘গত পৌর নির্বাচনে যে শংসাপত্র দিয়ে মালতি রায় নির্বাচন লড়েছিলেন, সেই একই শংসাপত্র দিয়ে এবার মনোনয়ন পেশ করতে দেওয়া হল না ! গতবার বৈধ হলে সেই একই শংসাপত্র এবার অবৈধ হল কীভাবে ? আমরা এর বিরুদ্ধে আদালতে যাব ৷ আসলে নির্বাচন কমিশন রাজ্যের শাসকদলের হয়ে কাজ করছে ৷ তাছাড়া, গত 1 জানুয়ারি আমরা মনোনয়ন জমা করেছিলাম ৷ তা বাতিল হওয়ার কথা আমাদের জানানো হল সময়সীমা শেষ হওয়ার একেবারে অন্তিম মুহূর্তে ৷ আগে জানালে আমরা অন্য প্রার্থী দিতে পারতাম ৷ পুরোটাই ইচ্ছাকৃতভাবে করা হয়েছে ৷’’

আর যাঁকে নিয়ে এত আলোচনা সেই মালতী রায় বলেন, ‘‘গত পৌর নির্বাচনে ওই সার্টিফিকেট দিয়েই আমি লড়ে জিতেছিলাম ৷ গতবারও একই সরকার ছিল ৷ তাহলে নিয়ম পরিবর্তন হল কখন ? একই শংসাপত্র তখন বৈধ আর এখন অবৈধ কেন ? উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে ৷’’

আরও পড়ুন :SMC Election 2022 : মেলেনি টিকিট, শিলিগুড়ি পৌরভোটে নির্দল প্রার্থী তৃণমূলের 5 বিক্ষুব্ধ

যদিও এই ঘটনায় কোনও রাজনীতি রয়েছে বলে মনে করছেন না তৃণমূল নেতা তথা আসন্ন পৌরভোটে দলের মুখ গৌতম দেব ৷ তাঁর বক্তব্য, কার মনোনয়ন বাতিল হবে, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে ৷ এখানে সরকার বা শাসকদলের কিছুই করার নেই ৷ আর শিলিগুড়ির মহকুমাশাসক তথা নির্বাচনী আধিকারিক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাতিলকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁর এই বিষয়ে কোনও বক্তব্য নেই ৷

ABOUT THE AUTHOR

...view details