শিলিগুড়ি, 6 জানুয়ারি : আসন্ন শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে (SMC Election 2022) এক বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল (BJP Candidate Nomination Cancellation) হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক ৷ ওই বিজেপি প্রার্থীর নাম মালতী রায় ৷ তিনি শিলিগুড়ি পৌরনিগমের 1 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ৷ এবার তাঁকে 46 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছে বিজেপি ৷ প্রসঙ্গত, শিলিগুড়ির 1 ও 46 নম্বর ওয়ার্ড দু’টি তফশিলি মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত ৷ গতবারের পৌর নির্বাচনে মনোনয়ন পেশের সময় মালতী রায় অসম সরকার অনুমোদিত জাতিগত শংসাপত্র জমা করেছিলেন ৷ এবারও একই কাজ করেছেন তিনি ৷ কিন্তু, গতবার সেই শংসাপত্র গ্রাহ্য হলেও এবার হয়নি ৷ উল্টে ত্রুটিপূর্ণ নথি জমা দেওয়ার অভিযোগ তাঁর মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন :SMC Election 2022 : নির্বাচনী প্রচারে করোনা-বিধির দফারফা শাসকদলের প্রার্থীদের
বিজেপির অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মালতীর মনোনয়ন বাতিল করা হয়েছে ৷ এর জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি শাসকদল তৃণমূল কংগ্রেসকেও দায়ী করেছে গেরুয়া শিবির ৷ বিজেপির শিলিগুড়ির সাংগঠনিক জেলা সভাপতি আনন্দময় বর্মন এই প্রসঙ্গে বলেন, ‘‘গত পৌর নির্বাচনে যে শংসাপত্র দিয়ে মালতি রায় নির্বাচন লড়েছিলেন, সেই একই শংসাপত্র দিয়ে এবার মনোনয়ন পেশ করতে দেওয়া হল না ! গতবার বৈধ হলে সেই একই শংসাপত্র এবার অবৈধ হল কীভাবে ? আমরা এর বিরুদ্ধে আদালতে যাব ৷ আসলে নির্বাচন কমিশন রাজ্যের শাসকদলের হয়ে কাজ করছে ৷ তাছাড়া, গত 1 জানুয়ারি আমরা মনোনয়ন জমা করেছিলাম ৷ তা বাতিল হওয়ার কথা আমাদের জানানো হল সময়সীমা শেষ হওয়ার একেবারে অন্তিম মুহূর্তে ৷ আগে জানালে আমরা অন্য প্রার্থী দিতে পারতাম ৷ পুরোটাই ইচ্ছাকৃতভাবে করা হয়েছে ৷’’