দার্জিলিং, 25 এপ্রিল : GTA-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা বিনয় তামাঙের । আপাতত তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন GTA-র ভাইস চেয়ারম্যান অনিত থাপা ।
GTA থেকে পদত্যাগ বিনয় তামাঙের - kalimpong
দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী বিনয় তামাং।
দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী হচ্ছেন মোর্চার বিনয় তামাং। তাঁকে সমর্থনের কথা ঘোষণা করেছে তৃণমূল । যদিও মোর্চার প্রতীক ব্যবহার করতে পারবেন না বিনয় । শুক্রবার তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা । তার একদিন আগেই রাজ্যের তরফে এক নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয় GTA-র বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যানের পদ থেকে বিনয়ের ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে । ইস্তফা গ্রহণ করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । আজ রাজ্যের স্বরাষ্ট্র ও পাহাড় মন্ত্রকের প্রধান সচিব অত্রি ভট্টাচার্য এই নির্দেশিকা দিয়েছেন ।
সরকারি নির্দেশিকার কথা স্বীকার করে নিয়েছেন মোর্চা নেতা তথা GTA-র ভাইস চেয়ারম্যান অনিত থাপা ।
দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল জোটের প্রার্থী হওয়ায় দার্জিলিং বিধায়কের পদ থেকে ইস্তফা দেন অমর সিং রাই । ফলে 19 মে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন হবে । গণনা 23 মে ।