শিলিগুড়ি, ২৬ ডিসেম্বর : সবেমাত্র তিনদিন হল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বিনয় তামাং ৷ এর মধ্যেই নির্বাচনে দাঁড়ানো নিয়ে নিজের অবস্থান পরিবর্তন করলেন জিটিএয়ের প্রাক্তন চেয়ারম্যান (Binay Tamang) । চলতি বছরের জুনে গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha) থেকে পদত্যাগ করেন বিনয় । এমনকি পদত্যাগের পাশাপাশি কোনওরকম নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বা প্রার্থী হবেন না বলে স্পষ্ট জানিয়েছিলেন তিনি । এর 164 দিন পর 24 ডিসেম্বর কলকাতায় রাজ্যের শাসকদলে যোগ দেন তিনি ৷ আর বললেন, "দল যদি আমাকে প্রার্থী করতে চায়, তাতে আমার কোনও আপত্তি নেই । আমি লড়তে রাজি ।" (Binay Tamang is ready contest election if TMC files him)
রবিবার সকালে কলকাতা থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে পৌঁছান বিনয় তামাং এবং প্রাক্তন বিধায়ক রোহিত শর্মা । স্টেশনে তাঁদের বরণ করে নেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা । এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, বর্তমান তৃণমূল নেতা বিনয় বলেন, "আগামী যত নির্বাচন আছে পাহাড়ে, সবগুলোতে তৃণমূলকে জেতানোর জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ব আমরা ।" শুধু তাই নয়, শিলিগুড়ি পৌর নির্বাচনের প্রচারে ডাক পড়লে সেখানেও তিনি থাকবেন বলে জানালেন পাহাড়ের নেতা ।