পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Binay Tamang : দল চাইলে প্রার্থী হতে আপত্তি নেই, অবস্থান বদলে জানালেন বিনয় তামাং - Binoy Tamang Gorkhaland news

গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে জানিয়েছিলেন আরও কোথাও নির্বাচনে প্রার্থী হবেন না ৷ এর পর 24 ডিসেম্বর কলকাতায় তৃণমূলে যোগ দেন তিনি ৷ আজ শিলিগুড়ি ফিরে জানালেন, দল চাইলে তিনি লড়বেন ৷ (Binay Tamang is ready contest election if TMC Supremo files him)

Binay Tamang in Siliguri
শিলিগুড়ি স্টেশনে বিনয় তামাং

By

Published : Dec 26, 2021, 2:44 PM IST

শিলিগুড়ি, ২৬ ডিসেম্বর : সবেমাত্র তিনদিন হল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বিনয় তামাং ৷ এর মধ্যেই নির্বাচনে দাঁড়ানো নিয়ে নিজের অবস্থান পরিবর্তন করলেন জিটিএয়ের প্রাক্তন চেয়ারম্যান (Binay Tamang) । চলতি বছরের জুনে গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha) থেকে পদত্যাগ করেন বিনয় । এমনকি পদত্যাগের পাশাপাশি কোনওরকম নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বা প্রার্থী হবেন না বলে স্পষ্ট জানিয়েছিলেন তিনি । এর 164 দিন পর 24 ডিসেম্বর কলকাতায় রাজ্যের শাসকদলে যোগ দেন তিনি ৷ আর বললেন, "দল যদি আমাকে প্রার্থী করতে চায়, তাতে আমার কোনও আপত্তি নেই । আমি লড়তে রাজি ।" (Binay Tamang is ready contest election if TMC files him)

রবিবার সকালে কলকাতা থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে পৌঁছান বিনয় তামাং এবং প্রাক্তন বিধায়ক রোহিত শর্মা । স্টেশনে তাঁদের বরণ করে নেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা । এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, বর্তমান তৃণমূল নেতা বিনয় বলেন, "আগামী যত নির্বাচন আছে পাহাড়ে, সবগুলোতে তৃণমূলকে জেতানোর জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ব আমরা ।" শুধু তাই নয়, শিলিগুড়ি পৌর নির্বাচনের প্রচারে ডাক পড়লে সেখানেও তিনি থাকবেন বলে জানালেন পাহাড়ের নেতা ।

আরও পড়ুন : Binay Tamang Joins TMC : গোর্খাল্যান্ড নয়, লক্ষ্য উন্নয়ন, তৃণমূলে যোগ দিয়ে ঘোষণা বিনয়ের

এদিন বিনয় তামাং বলেন, "পাহাড়ের মানুষ এখন উন্নয়ন চায় । তাঁরা শিল্প, কর্মসংস্থান, শিক্ষা, রাস্তা, জল চায় । আর তাই আমাদের দল পাহাড়ের উন্নয়নের জন্যই কাজ করবে । বিজেপির মতো গোর্খাল্যান্ডের ললিপপ দেখিয়ে নির্বাচনে লড়বে না ।" তাঁর সাফ কথা, "আমাদের লক্ষ্য পাহাড়ে পৌর কিংবা পঞ্চায়েত কিংবা জিটিএ, এমনকি 2014 হোক, 2016 হোক, যে কোনও নির্বাচনে দলকে জেতানো । তার জন্য আমরা প্রস্তুতি শুরু করব ।" পাহাড়-ডুয়ার্স-তরাই সব জায়গায় দলকে জেতানোই একমাত্র পাখির চোখ এখন তামাংয়ের ।

এছাড়া বিমল গুরুং প্রসঙ্গে তিনি বলেন, "বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা তৃণমূলের সঙ্গে জোট করেই রয়েছে । তাই আগামিতে আমরা সকলে একসঙ্গে পাহাড়ের উন্নয়নের জন্য কাজ করব । বিজেপি গোর্খাল্যান্ড দিতে পারবে না, তা প্রমাণিত । কারণ কাশ্মীরে যদি 370 ধারা বিলুপ্ত করতে পারে, তাহলে গোর্খাল্যান্ড দিল না কেন ? সুতরাং পাহাড়ের মানুষ এখন বুঝে গিয়েছেন ৷ তারা আর বিজেপিকে ভোট দেবেন না ।"

ABOUT THE AUTHOR

...view details