দার্জিলিং, 14 মে : জোর করে জিটিএ নির্বাচন করলে আমরণ অনশনে যাওয়ার হুমকি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং (GJM President Bimal Gurung) । শনিবার দার্জিলিংয়ের গোর্খা দুঃখ নিরাবনী সঙ্ঘে মোর্চার টাউন কমিটির বৈঠকের পর ওই হুঁশিয়ারি দেন তিনি (Bimal Gurung threatens hunger strike if the GTA election is forced) । গুরুং বলেন, "রাজ্য সরকার আগে জিটিএ চুক্তিমতো দাবি পূরণ করুক, তারপর নির্বাচন নিয়ে আলোচনা হবে । তা না হলে আমরা প্রথমে চৌরাস্তায় রিলে অনশনে বসব ৷ তারপর আমরণ অনশনে যাব । দেশ বিদেশ থেকে আসা পর্যটকরাও জানুক, আমাদের আসল পরিস্থিতি ।"
অন্যদিকে জিটিএ নির্বাচন করার আগে প্রতিশ্রুতি ও চুক্তিমতো দাবিগুলি আগে পূরণ করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) চিঠি দিলেন বিমল গুরুং । শনিবার তিনি ওই চিঠি নবান্নে পাঠিয়েছেন, চিঠিতে বিজেপির সঙ্গে জোট ভেঙে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সঙ্গে জোট করার পর থেকে তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়েও ঘুরিয়ে সমালোচনা করেছেন তিনি । জোট ধর্ম মনে করিয়ে জিটিএ নির্বাচনের আগে স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে দ্রুত রাজ্য সরকারকে দ্বিপাক্ষিক বৈঠক ডাকার আবেদন জানিয়েছেন তিনি ।
ওই বিষয়ে রোশন গিরি বলেন, "জিটিএ নির্বাচনের লক্ষ্যে নয়, রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস আমাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছিল এবং জিটিএ-এর চুক্তি অনুযায়ী আমাদের যেসব দাবি জানানো হয়েছিল, সেসব আগে পূরণ করার আবেদন জানানো হয়েছে ।" বিমল গুরুংয়ের চিঠির পরই পাহাড়ে ফের একবার রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে । চিঠিতে বারবার জোট নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন গুরুং । তিনি আকার ইঙ্গিতে বোঝাতে চাইছেন, এখনও পর্যন্ত মোর্চাই জোট ধর্ম পালন করে চলছে ।
চিঠিতে বিমল গুরুং জানিয়েছেন, 2020 সালের অক্টোবরে গোর্খা জনমুক্তি মোর্চা ভারতীয় জনতা পার্টির সঙ্গে তাঁর সমস্ত সম্পর্ক ছিন্ন করে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়েছিল ৷ আর আজ পর্যন্ত জোটকে অত্যন্ত বিশ্বাস এবং আন্তরিকতার সঙ্গে সম্মান করে আসছেন ।