কার্শিয়াং, 24 এপ্রিল : পোস্টারিং পাহাড়ের রাজনীতিতে একটি বিশেষ ধরন । পাহাড়ে প্রতিবারই সবরকম রাজনৈতিক ঘটনা বা দুর্ঘটনায় পোস্টার পড়তে দেখা যায় । কখনও বিমলপন্থী মোর্চার বিরুদ্ধে, আবার কখনও বিনয়পন্থী মোর্চার বিরুদ্ধে । এছাড়াও জিএনএলএফ, বিজেপি, তৃণমূল কংগ্রেস হোক কিংবা কোনও নেতার বিরুদ্ধে পাহাড়ে পোস্টার পড়ার উদাহরণ কম নেই ।
ভোট মিটে গেলেও পাহাড় জুড়ে শুরু হয়েছে পোস্টারিং । কিন্তু এবার করোনা আবহে সাধারণ মানুষকে সচেতন করতে পাহাড় জুড়ে পোস্টারিং করল একটি রাজনৈতিক দল । শনিবার কার্শিয়াং, দার্জিলিংয়ের একাধিক জায়গায় বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার তরফে করোনা নিয়ে পাহাড়বাসীকে সচেতন করতে পোস্টারিং করতে দেখা গিয়েছে ।