শিলিগুড়ি, 23 নভেম্বর: তৃণমূলের (Trinamool Congress) সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করে এবার স্বতন্ত্রভাবে কাজ করবে গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) । এবার এমনটাই সাফ জানিয়ে দিলেন মোর্চা সভাপতি বিমল গুরুং (Bimal Gurung) । আর তার ওই বক্তব্যের পরই রাজনৈতিক মহলে জোর জল্পনার সৃষ্টি হয়েছে । পৃথক রাজ্য গোর্খাল্যান্ড (Gorkhaland) আদায়ের জন্য এবার কি তাহলে ফের বিজেপির (BJP) হাত ধরতে চলেছেন বিমল গুরুং ? এমনটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে ।
বিধানসভা নির্বাচনে অনিত থাপার (Anit Thapa) ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM) ও গোর্খা জনমুক্তি মোর্চা, ওই দুই দলের জোট ছিল রাজ্যের শাসকদলের সঙ্গে । কিন্তু অনিত থাপার সঙ্গে সখ্যতা মোর্চার ছিল, এখন থেকে তা আর সেই সম্পর্ক রইল না । এবার থেকে মোর্চা শুধুমাত্র পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে লড়াই করবে ।
তৃণমূল কংগ্রেস যেহেতু গোর্খাল্যান্ড বিরোধী, তাই তারা জোট ভেঙে বেরিয়ে আসছে, দিল্লি যাওয়ার আগে এমনটাই ঘোষণা করে যান বিমল গুরুং । তিনি বলেন, "একসময় আমাদের মধ্যে রাজনৈতিক জোট ছিল । এখন থেকে তা আর রইল না । এবার আমরা পৃথক রাজ্য আদায়ের জন্য কাজ করব । স্বতন্ত্রভাবে কাজ করব ।" এদিন গোর্খাল্যান্ডের দাবিতে কেন্দ্রীয় কমিটি গড়তে দেরাদুনের উদ্দেশ্যে রওনা দেন বিমল গুরুং ।