পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gorkhaland: তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল মোর্চা, গোর্খাল্যান্ডের দাবি আদায়ে ফের সরব গুরুং - ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা

তৃণমূলের (Trinamool Congress) সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করে ফেলল গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) ৷ জানালেন মোর্চা সভাপতি বিমল গুরুং (Bimal Gurung) ৷ এবার গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবিতে ফের সরব হতে চলেছেন তিনি ৷

bimal-gurung-severs-all-ties-with-trinamool-congress-to-raise-gorkhaland-issue-individually
Gorkhaland: তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল মোর্চা, গোর্খাল্যান্ডের দাবি আদায়ে ফের সরব গুরুং

By

Published : Nov 23, 2022, 7:52 PM IST

শিলিগুড়ি, 23 নভেম্বর: তৃণমূলের (Trinamool Congress) সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করে এবার স্বতন্ত্রভাবে কাজ করবে গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) । এবার এমনটাই সাফ জানিয়ে দিলেন মোর্চা সভাপতি বিমল গুরুং (Bimal Gurung) । আর তার ওই বক্তব্যের পরই রাজনৈতিক মহলে জোর জল্পনার সৃষ্টি হয়েছে । পৃথক রাজ্য গোর্খাল্যান্ড (Gorkhaland) আদায়ের জন্য এবার কি তাহলে ফের বিজেপির (BJP) হাত ধরতে চলেছেন বিমল গুরুং ? এমনটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে ।

বিধানসভা নির্বাচনে অনিত থাপার (Anit Thapa) ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM) ও গোর্খা জনমুক্তি মোর্চা, ওই দুই দলের জোট ছিল রাজ্যের শাসকদলের সঙ্গে । কিন্তু অনিত থাপার সঙ্গে সখ্যতা মোর্চার ছিল, এখন থেকে তা আর সেই সম্পর্ক রইল না । এবার থেকে মোর্চা শুধুমাত্র পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে লড়াই করবে ।

তৃণমূল কংগ্রেস যেহেতু গোর্খাল্যান্ড বিরোধী, তাই তারা জোট ভেঙে বেরিয়ে আসছে, দিল্লি যাওয়ার আগে এমনটাই ঘোষণা করে যান বিমল গুরুং । তিনি বলেন, "একসময় আমাদের মধ্যে রাজনৈতিক জোট ছিল । এখন থেকে তা আর রইল না । এবার আমরা পৃথক রাজ্য আদায়ের জন্য কাজ করব । স্বতন্ত্রভাবে কাজ করব ।" এদিন গোর্খাল্যান্ডের দাবিতে কেন্দ্রীয় কমিটি গড়তে দেরাদুনের উদ্দেশ্যে রওনা দেন বিমল গুরুং ।

রাজনৈতিক মহলের মতে, পাহাড়ে লোকসভা, বিধানসভা, বিধানসভার উপনির্বাচন এবং শেষে পৌরসভা, পরপর নির্বাচনে হেরে দিশেহারা বিমল গুরুং । নিজের অস্তিত্ব বাঁচানোই দায় হয়ে দাঁড়িয়েছে । তাই অস্তিত্ব বাঁচাতে নতুন করে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনে নামতে চলেছেন তিনি । কারণ, গোর্খাল্যান্ড পাহাড়ের বাসিন্দাদের কাছে একটা আবেগের জায়গা । এখন উনি ওই আবেগ নিয়েই রাজনীতি শুরু করতে চলেছেন ।

ডিসেম্বর মাসে দু’দিনের একটি সম্মেলন রয়েছে গোর্খাল্যান্ড নিয়ে । সম্মেলনে তাঁরা বিশিষ্ট ব্যক্তি-সহ রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো শুরু করেছে । কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাই দুই দলের মধ্যে দূরত্ব তৈরি হয় ৷ রাজ্য সরকার পাহাড়ের উন্নয়নের পক্ষে । তৃণমূল কংগ্রেস অবশ্য কখনই প্রকাশ্যে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে জোট করেনি । তাই এই জোট ভাঙা নিয়ে তাদের কিছুই আসে যায় না, এমনই জানান তৃণমূল কংগ্রেস নেতা বিনয় তামাংয়ের ।

তিনি ওই প্রসঙ্গে বলেন, "বিমল এখন খামখেয়ালির রাজনীতি করছে । ওর সঙ্গে জোট কবে করা হয়েছিল আমার জানা নেই । আর ওঁর আলাদা দল, উনি যা কিছু করতে পারে । এতে তৃণমূল কংগ্রেসের কোনও সমস্যা নেই । পাহাড় শান্তির পক্ষে ।"

আরও পড়ুন:পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে ফের ময়দানে বিমল গুরুং

ABOUT THE AUTHOR

...view details