শিলিগুড়ি, 5 নভেম্বর:2 বছরের মধ্যে ফের তৃণমূলের প্রতি 'মোহভঙ্গ' বিমল গুরুংয়ের ! 2020’র শেষের দিকে বিজেপির সঙ্গ ত্যাগ করে রাজ্য ফিরেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha) সভাপতি ৷ 2021 বিধানসভা ও পৌরসভা ভোটে তৃণমূলের (TMC) সঙ্গে জোটে নির্বাচনে লড়েছিল তাঁর দল ৷ সেই মধুচন্দ্রিমায় জিটিএ নির্বাচনের সময় থেকে তেঁতো স্বাদ লাগতে শুরু করেছিল ৷ এবার পৃথক গোর্খাল্যান্ড ইস্যুকে (Separate Gorkhaland Issue) হাতিয়ার করে ফের গেরুয়া শিবিরের সঙ্গে হাত মেলাতে পারেন বিমল গুরুং (Bimal Gurung GJM May Ally With BJP) ৷ অন্তত দার্জিলিংয়ের রাজনৈতিকমহলে এমনই কানাঘুষ শুরু হয়েছে ৷
পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে কেন্দ্রীয় কমিটি তৈরি করার উদ্দেশ্যে উত্তর-পূর্ব ভারত পরিক্রমায় বেরবেন বিমল গুরুং ৷ শুক্রবার রাতে শিলিগুড়ি পৌঁছে এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি ৷ এ নিয়ে সাংবাদিক বৈঠকেই 2024 লোকসভা নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি ৷ গুরুং বলেন, ‘‘রাজ্য বা কেন্দ্র কেউই পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য কাজ করেনি ৷ তবে, আমরা অপেক্ষায় আছি ৷ 2021 সালের আমরা প্রতিজ্ঞা করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী দেখতে চাই ৷ সেটা পালন করেছি ৷’’
ফের 'বিজেপি মুখী' বিমল গুরুং ! আর এর পরেই প্রায় 180 ডিগ্রি অবস্থান বদল বিমল গুরুয়ের ৷ তিনি বলেন, ‘‘2024 সালে যে রাজনৈতিক দল আমাদের দাবি ও পাহাড়ের দাবি শুনবে আমরা তাদেরই সমর্থন করব ৷’’ আর এখানেই বিজেপির সঙ্গে জোট জল্পনাকে গুরুং জিইয়ে রাখলেন বলে মনে করে পাহাড়ের রাজনৈতিক মহল ৷ আর এখানেই বিজেপির সঙ্গে আঁতাতের একটা সম্ভাবনা দেখছে রাজনৈতিকমহল ৷ কারণ, বিমল গুরংয়ের পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে যে তৃণমূল সমর্থন করবে না, তা বলার প্রয়োজন পড়ে না ৷ সেখানে বিজেপি ফের একবার দার্জিলিং লোকসভাকে নিজেদের দখলে রাখতে, গোর্খা জনমুক্তি মোর্চার দাবিকে সমর্থন করতে পারে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ৷
আরও পড়ুন:পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে ফের ময়দানে বিমল গুরুং
এ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘আমরা পাহাড় ও পাহাড়বাসীর পাশে রয়েছি ৷ পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান একমাত্র বিজেপি দিতে পারবে ৷ আজ পর্যন্ত যা করার বিজেপিই করেছে ৷’’ প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গ ত্যাগ করে পাহাড়ে ফিরলেও, রাজনীতির মাটিতে বিমল গুরুংয়ের ভিত যে আলগা হয়ে গিয়েছিল, তা বিগত 3টি নির্বাচনে দেখা গিয়েছে ৷ এই অবস্থায় পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে কোনও আঞ্চলিক দলের সঙ্গে জোট করে লড়াই করার বার্তা দিয়েছেন তিনি ৷ সেই সঙ্গে 2024 লোকসভার জন্য বিজেপির দরজাও খুলে রাখলেন বিমল গুরুং ৷