পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bimal Gurung in Sikkim Nursing Home : শারীরিক অবস্থার অবনতি, সিকিমের নার্সিংহোমে ভর্তি জেজিএম নেতা বিমল গুরুং - Bimal Gurung News Update

25 মে থেকে অনশন করছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং ৷ দার্জিলিং সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য সিকিমে নিয়ে যাওয়া হল তাঁকে (Bimal Gurung in Sikkim Nursing Home) ৷ অসুস্থ গুরুংয়ের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা ৷ তবে এটা নিতান্তই এক গোর্খার আরেক গোর্খার সাক্ষাৎ, জানিয়েছেন বিজেপি নেতা ৷

Bimal Gurung on the way to Sikkim
সিকিমের পথে অসুস্থ বিমল গুরুং

By

Published : May 31, 2022, 8:40 AM IST

Updated : May 31, 2022, 10:32 AM IST

দার্জিলিং, 31 মে : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিকিমের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হল গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুংকে । সোমবার সকালে তাঁকে সড়কপথে সিকিমে নিয়ে যাওয়া হয় (Bimal Gurung admitted to a nursing home in Sikkim) । সিকিমের এমজি মার্গ রোডের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন বলে জানা গিয়েছে ।

এদিন সকালে দার্জিলিং জেলা সদর হাসপাতালে বিমল গুরুংকে দেখতে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা । তিনি দেখা করে বেরনোর পর বিমল গুরুংকে সিকিমে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয় । উন্নত চিকিৎসার জন্যই সিকিমে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন জেজিএম সাধারণ সম্পাদক রোশন গিরি (GJM General Secretary Roshan Giri) ।

অনশন করতে গিয়ে অসুস্থ গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং, দেখা করলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা

আরও পড়ুন :শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি অনশনরত বিমল গুরুং

জিটিএ নির্বাচনের বিরোধিতায় 25 মে থেকে সিংমারিতে দলীয় কার্যালয়েই আমরণ অনশন শুরু করেছিলেন বিমল গুরুং (Gorkha Janmukti Morcha Leader) । তাঁকে অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড, রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক, কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা, সাংসদ রাজু বিস্তা এবং অন্য বিজেপি বিধায়করা ।

রবিবার রাতেই আচমকা শারীরিক অবস্থার অবনতি হয় বিমল গুরুংয়ের । তড়িঘড়ি তাঁকে দার্জিলিং জেলা সদর হাসপাতালে ভর্তি করে অক্সিজেন ও স্যালাইন দেওয়া হয় । তাও তাঁকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ চলছিল । সেইমতো সোমবার সকালে তাঁকে সিকিমে নিয়ে যাওয়া হয় ।

বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করার পরেই সাংসদ রাজু বিস্তা বলেন, "আমাদের সাক্ষাতকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয় । মোর্চা ও বিজেপির মধ্যে কোনওরকম জোট হয়নি । আমি একজন গোর্খা হিসেবে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলাম ।"

Last Updated : May 31, 2022, 10:32 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details