পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খারাপ ফলের জের, পদ খোয়ালেন গৌতম ও সৌরভ - siliguri-jalpaiguri development authority

উত্তরবঙ্গে দলের খারাপ ফলের জেরে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরানো হল গৌতম দেবকে । এদিকে SJDA-র চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে সৌরভ চক্রবর্তীকে ।

গৌতম-সৌরভ

By

Published : May 26, 2019, 2:41 AM IST

শিলিগুড়ি, 26 মে : লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভরাডুবি হয়েছে তৃণমূলের। এর জেরে গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো হল দলের একাধিক নেতাকে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে গৌতম দেবকে । শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে সৌরভ চক্রবর্তীকে।


উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে অমর সিং রাইকে । এবার দার্জিলিং কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়েছিল। যদিও তিনি জিততে পারেননি।

এদিকে শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদে আনা হয়েছে বিজয়চন্দ্র বর্মণকে। যিনি এবার জিততে পারেননি ।

বিজয়বাবু বলেন, "লোকসভা নির্বাচনে হেরে গেলেও আমাকে প্রাইজ় দেওয়া হয়েছে। কাজের নিরিখেই আমাকে এই পদ দেওয়া হল। আমি সাংসদ থাকাকালীন অনেক কাজ করেছি। এবার আরও বেশি কাজ করার সুযোগ পাব।"

তিনি আরও বলেন, "ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভায় ৮৬ হাজার ভোটে পিছিয়ে ছিলাম। এই ভোটটা পেলে আমি জিতে জেতাম।"

ABOUT THE AUTHOR

...view details