শিলিগুড়ি , 23 জুন : শিলিগুড়িতে ফের কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল দুইজনের । এর আগে তিনজনের মৃত্যু হয়েছিল । একদিনে আক্রান্ত হয়েছেন 12 জন । কোরোনার এই পরিস্থিতিতে আগেই বন্ধ হয়ে গিয়েছিল হংকং মার্কেট । এবার আগামীকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে বিধান মার্কেট । তবে জরুরি পরিষেবা হিসেবে নির্দিষ্ট সময় পর্যন্ত শাক-সবজির বাজার খোলা থাকবে ।
শিলিগুড়িতে বেড়ে চলেছে কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা । কোরোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে মৃত্যু হয়েছে তিনজনের । গতকাল ফের দুইজনের মৃত্যু হওয়ায় সংখ্যা বেড়ে হল পাঁচ । গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে , শিলিগুড়িতে দু'জনের মৃত্যু হয়েছে । এর মধ্যে একজন মারা গিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । অন্যজন মাটিগাড়ার কাওয়াখালির COVID হাসপাতালে মারা গিয়েছেন । তাঁরা দু'জনেই যথাক্রমে বাঘাযতীন কলোনি এবং আশ্রমপাড়ার বাসিন্দা । পাশাপাশি, শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে কোরোনা আক্রান্তদের COVID হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । এছাড়া সালুগাড়ায় এক আক্রান্তের খোঁজ মিলেছে ।