পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bharatiya Gorkha Suraksha Parishad : কেন্দ্রীয় সরকারের উদাসীনতার বিরুদ্ধে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ - রাজনৈতিক সমাধানে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার বিরুদ্ধে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ

স্থায়ী রাজনৈতিক সমাধানে পদক্ষেপ করেনি কেন্দ্র । কালিম্পংয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে শহর পরিক্রমা ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের (Bharatiya Gorkha Suraksha Parishad)।

Bharatiya Gorkha Suraksha Parishad
রাজনৈতিক সমাধানে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার বিরুদ্ধে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ

By

Published : May 18, 2022, 9:48 PM IST

Updated : May 18, 2022, 10:56 PM IST

কালিম্পং, 18 মে : স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার বিরুদ্ধে সোচ্চার হল ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ(Bharatiya Gorkha Suraksha Parishad)। ঘোষণা মত বুধবার কালিম্পংয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে গোটা শহর পরিক্রমা করে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের নেতা কর্মী ও সমর্থকরা । আর ওই মিছিলের পরই রাজনৈতিকমহলে সমালোচনার ঝড় উঠেছে ।

সম্প্রতি শিলিগুড়িতে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের সভাপতি এসপি শর্মা পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি জানিয়ে 15 মে'র মধ্যে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপের দাবি জানিয়েছিলেন । কিন্তু কেন্দ্রের তরফে কোনও সদুত্তর না মেলায় বুধবার সকালে ঘোষণা মত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ । মিছিলটি কালিম্পংয়ের মোটর স্ট্যান্ড থেকে শুরু করে ডম্বর চক হয়ে গোটা কালিম্পং শহর পরিক্রমা করে ।

রাজনৈতিক সমাধানে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার বিরুদ্ধে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ

আরও পড়ুন :তিনবিঘায় শাহী-সাক্ষাতে বঞ্চিত রইলেন বিজেপি সাংসদ জয়ন্ত রায়

পাশাপাশি এসপি শর্মা জানান, 15 মে'র মধ্যে কেন্দ্রের শাসক দল পাহাড় নিয়ে তাদের সিদ্ধান্ত নেয়নি । সেজন্য তাদের এই বিক্ষোভ । এরপর দার্জিলিং পাহাড়, তড়াই- ডুয়ার্সের পাশাপাশি সমতলে অমিত শাহর প্রতিকৃতিতে জুতোর মালা পরিয়ে একইভাবে বিক্ষোভ জানানো হবে । এসপি শর্মা বলেন, "জিটিএ পুরো ফেল করেছে । জিটিএ নির্বাচন হলে আগে রাজ্য সরকারকে আমাদের কিছু দাবি পূরণ কর‍তে হবে । আর কেন্দ্রীয় সরকার নিজের অবস্থান পরিষ্কার করছে না । তাদের সাংসদ, বিধায়করা স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে কোনও পদক্ষেপ করছে না । সবাই জোট করে খালি রাজনীতি করছে । আগামীতেও এভাবে আমাদের আন্দোলন চলবে ।"

Last Updated : May 18, 2022, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details