কালিম্পং, 18 মে : স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার বিরুদ্ধে সোচ্চার হল ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ(Bharatiya Gorkha Suraksha Parishad)। ঘোষণা মত বুধবার কালিম্পংয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে গোটা শহর পরিক্রমা করে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের নেতা কর্মী ও সমর্থকরা । আর ওই মিছিলের পরই রাজনৈতিকমহলে সমালোচনার ঝড় উঠেছে ।
সম্প্রতি শিলিগুড়িতে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের সভাপতি এসপি শর্মা পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি জানিয়ে 15 মে'র মধ্যে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপের দাবি জানিয়েছিলেন । কিন্তু কেন্দ্রের তরফে কোনও সদুত্তর না মেলায় বুধবার সকালে ঘোষণা মত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ । মিছিলটি কালিম্পংয়ের মোটর স্ট্যান্ড থেকে শুরু করে ডম্বর চক হয়ে গোটা কালিম্পং শহর পরিক্রমা করে ।