পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Darjeeling Municipal Corporation: পাহাড়ে পৌরসভায় দলবদলের জের, ক্ষমতায় এলেন অনিত থাপারা - ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা

শীতের শুরুতেই উত্তাপ বাড়ল পাহাড়ে ! দলবদলের জেরে দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipal Corporation) ক্ষমতা দখল করল অনিত থাপার (Anit Thapa) নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (Bharatiya Gorkha Prajatantrik Morcha) ৷

Bharatiya Gorkha Prajatantrik Morcha takes the charge of Darjeeling Municipal Corporation
Darjeeling Municipal Corporation: পাহাড়ে পৌরসভায় দলবদলের জের, ক্ষমতায় এলেন অনিত থাপারা

By

Published : Nov 24, 2022, 12:40 PM IST

দার্জিলিং, 24 নভেম্বর:হামরো পার্টির (Hamro Party) সভাপতি অজয় এডওয়ার্ডস (Ajoy Edwards) যে আশঙ্কা করেছিলেন, অবশেষে সেটাই সত্যি হল ৷ রাজনৈতিক পালাবদলের (Political Leadership Change) সাক্ষী হতে হল দার্জিলিং পৌরসভাকে (Darjeeling Municipal Corporation) ৷ জিটিএ (GTA)-এর পর এবার দার্জিলিং পৌরসভাও দখল নিল অনিত থাপার (Anit Thapa) নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (Bharatiya Gorkha Prajatantrik Morcha) ৷ আর এই পালাবদল ঘটল জয়ী জনপ্রতিনিধিদের রাজনৈতিক শিবির বদলের জেরে ৷ বৃহস্পতিবার হামরো পার্টির ছয় কাউন্সিলর অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন ৷ যার ফলে পৌরসভায় সংখ্যাগরিষ্ঠতা হারায় অজয় এডওয়ার্ডসের দল ৷ হাতছাড়া হয় দার্জিলিং পৌরসভা।

উল্লেখ্য, দার্জিলিং পৌরসভা নির্বাচনে মোট 18টি আসন পেয়েছিল হামরো পার্টি ৷ অন্যদিকে, ন'টি আসন পেয়েছিল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ এছাড়াও, তিনটি আসন পেয়েছিল বিমল গুরুঙের গোর্খা জনমুক্তি মোর্চা এবং দু'টি আসন পেয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ পরে একজন কাউন্সিলর অনিত থাপার শিবিরে যোগ দেন ৷ কিন্তু এদিন আরও ছয় কাউন্সিলর অনিত থাপার শিবিরে যোগ দেওয়ায় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার আসনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয় 16 ৷ এর পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলরও অনিত থাপাকে সমর্থন করেছেন ৷ ফলে দার্জিলিং পৌরসভার নতুন শাসকদল হল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷

আরও পড়ুন:দার্জিলিং পৌরসভায় হামরো পার্টির ঘর ভাঙতে প্রলোভন অনিতের, অভিযোগ অজয় এডওয়ার্ডসের

ABOUT THE AUTHOR

...view details