পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ব্যবধান বাড়ল অনিতদের

ব্যবধান আরও বাড়ল! 50টি গ্রাম পঞ্চায়েত ও 10টি পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার, চাপে বিরোধী জোট ৷

Panchayat Elections 2023
পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে জয়ের ব্যবধান বাড়ল অনিতদের

By

Published : Jun 21, 2023, 12:29 PM IST

দার্জিলিং, 21 জুন:পাহাড়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে হাফ সেঞ্চুরি অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার ৷ নির্বাচনের আগেই বড়সড় ব্যবধানে এগিয়ে গেল জিটিএ'র শাসকদল। এতে আরও বেশি ব্যাকফুটে বিরোধী জোট। মনোনয়ন পত্র জমা হওয়ার প্রক্রিয়ার পর 20টি গ্রাম পঞ্চায়েত ও একটি পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। এরপর স্ক্রুটিনি ও মনোনয়ন প্রত্যাহারের পালা মিটতেই সেই সংখ্যাটা দ্বিগুনেরও বেশি হয়ে গেল। জিটিএ'র অধীনে গ্রাম পঞ্চায়েতের 50টি আসনে ও পঞ্চায়েত সমিতির দশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে আরও এগিয়ে থাকলেন অনিত থাপারা।

আর এতে চাপ বাড়ল বিরোধী জোট শিবিরে। এই বিষয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা বলেন, "আমরা আগেই বলেছিলাম শুরুতেই অনেকটা ব্যবধানে এগিয়ে থাকব। বিরোধী জোটের প্রার্থী দেওয়ারই ক্ষমতা নেই। খালি কুৎসা, অপপ্রচার করলে হয় না। মানুষের জন্য কাজ করতে হয়।" বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, "সংখ্যাটা বাড়লেও ফলের কোনও হেরফের হবে না। যে ক'টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে সে কটাই থাকবে।"

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটে রাজ্যে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রকের

জিএনএলএফ নেতা বিধায়ক নীরজ জিম্বা বলেন, "এটা সত্যি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক বেশি আসনে এগিয়ে রয়েছে অনিত থাপার শিবির। তবে আমরাও পিছিয়ে থাকব না।" নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, জিটিএর অধীন কালিম্পং 1 নম্বর ব্লকের ভালুখোপ 1, তিস্তা, গ্রাহামস হোমস, সিয়োকভির, সমলবঙ, নিমবঙ গ্রাম পঞ্চায়েত আসনে বিজিপিএম প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। পাশাপাশি পেডং ব্লকের কাগে ও লিঙ্গসেকা এবং গরুবাথান ব্লকের তোদে তাংদা ও পোখরেবং গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে বিজিপিএম।

অন্যদিকে, দার্জিলিং জেলার কার্শিয়াং ব্লকের সুকনা, গয়াবাড়ি, সেন্টমেরি, মহানদী ও সিটং গ্রাম পঞ্চায়েতের 13টি আসন, জোরবাংলো- সুখিয়াপোখরি ব্লকের ধোতরে কালেজ ভ্যালে, পোখরেবঙ, ঘুম খাসমহল, প্লাঙডুঙ্গ ও গোরাবাড়ির 10টি আসনে, মিরিকের 1টি আসনে, রঙলি রঙলিয়তের 3টি আসনে ও দার্জিলিং পুলবাজার ব্লকের রঙ্গীত, ঝেপি, দাওয়াইপানি, শ্রিখোলা, দাঁড়াগাঁও, কাঞ্জালিয়া, রিম্বিক, রেলিং গোকে ও মজুয়া মিলিয়ে 13টি গ্রাম পঞ্চায়েত আসনে বিজিপিএম প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন।

আরও পড়ুন:জয়ের পরই রংবদল ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেই তৃণমূলে যোগ বিজেপি প্রার্থীর

অন্যদিকে, কার্শিয়াংয়ের তিনটি মহানদী, গয়াবাড়ি, সিটং পঞ্চায়েত সমিতির আসন, জোরবাংলো সুখিয়াপোখরির প্লাঙডুং আসন, রঙ্গলি রঙ্গলিয়তের মানেদাঁড়া ও তাকদহ এবং পুলবাজার ব্লকের রেলিং, লোধামা ও নয়ানোর পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে বিজিপিএম। পাশাপাশি কালিম্পং জেলার সুখভির পঞ্চায়েত সমিতির আসনেও জয় হয়েছে অনিত থাপাদের।

ABOUT THE AUTHOR

...view details