শিলিগুড়ি, 20 মার্চ : দুয়ারে সরকার, বঙ্গধ্বনি, দিদিকে বলো, পাড়ায় পাড়ায় সমাধানের মতো রাজ্য সরকার এবং শাসক দলের একাধিক কর্মসূচির পরও বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকতে চব্বিশ ঘণ্টা সমাধান নম্বর চালু করলেন গৌতম দেব । মূলত ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের সরকারি এবং নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ওই নম্বর চালু করার কথা জানান তৃণমূল প্রার্থী গৌতম দেব।
শনিবার নিজের বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম 2 গ্রাম পঞ্চায়েতের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি । এদিন নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় ইস্তাহার প্রকাশ করার পাশাপাশি গত দশ বছরে নিজের বিধানসভায় উন্নয়নের খসড়া প্রকাশ করেন তিনি ।