শিলিগুড়ি, 5 এপ্রিল :নির্বাচনের মুখে ফের শিলিগুড়িতে উদ্ধার আগ্নেয়াস্ত্র । গ্রেফতার তিন দুষ্কৃতী । ঘটনায় উদ্বিগ্ন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা । রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দু‘টি পৃথক জায়গায় অভিযান চালিয়ে তিনটি বন্দুকসহ এগারো রাউন্ড গুলি উদ্ধার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানা এবং আশিঘর ফাঁড়ির পুলিশ ।
নির্বাচনের মুখে শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন দুষ্কৃতী - শিলিগুড়ি
নির্বাচনের মুখে ফের শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার । গ্রেফতার তিন দুষ্কৃতী ৷ তিনটি বন্দুকসহ এগারো রাউন্ড গুলি উদ্ধার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানা এবং আশিঘর ফাঁড়ির পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি সংলগ্ন জলেশ্বরী এলাকা থেকে শুভজিৎ বিশ্বাস ও শম্ভু দাস নামে দু‘জনকে দু‘টি বন্দুক ও দু‘রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়৷ অন্যদিকে, ভক্তিনগর চেকপোস্ট এলাকায় খোকন সরকার নামে আরও এক ব্যক্তিকে আটক করে ভক্তিনগর থানার পুলিশ । তার কাছ থেকে একটি বন্দুক সহ আট রাউন্ড গুলি উদ্ধার করা হয় ৷ ধৃতদের কাছ থেকে দু‘টি গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ । ধৃতরা প্রত্যেকে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা ।
পুলিশের প্রাথমিক অনুমান, নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়াতে আগ্নেয়াস্ত্র সহ ধৃতরা একত্রিত হয়েছিল । ধৃত তিনজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় ৷ বিচারক জামিনের আবেদন খারিজ করে তিনজনকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি শুভেন্দ্র কুমার বলেন, "ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। "