শিলিগুড়ি, 23 মার্চ : বাংলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। আধাসামরিক বাহিনী মোতায়েন, সিসিটিভি ক্যামেরা, বিশেষ নজরদারি দলসহ বিভিন্ন প্রস্তুতি নিয়েছে কমিশন। কোনওদিকে কোনও খামতি রাখতে রাজি নয় কমিশনের প্রতিনিধিদল। এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গে বৈঠকে বসতে চলেছে কমিশনের প্রতিনিধিদল।
দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল শিলিগুড়ি আসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তাঁর সঙ্গে আসেন রাজ্য পুলিশের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে, রাজ্য পুলিশের এডিজি জগমোহন সহ মোট 13 জন আধিকারিক ৷