শিলিগুড়ি, ৭ এপ্রিল : হুইল চেয়ার নিয়ে ফের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করলেন বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ নির্বাচনী প্রচারে আলিপুরদুয়ার যান তিনি ৷ সেখানে যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে একহাত নেন ৷
আজ বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ভোট হলেই হুইল চেয়ার থেকে উঠবেন মুখ্যমন্ত্রী। ২ মে-র পর আর চেয়ারও থাকবে না।" তিনি আরও বলেন, "তৃণমূলের ভয়ঙ্কর অবস্থা হবে। একটা সময় ছিল যখন আধাসামরিক বাহিনীর ছাড়া ভোট করতে চাইতেন না তৃণমূল সুপ্রিমো। আধা সামরিক বাহিনীর নিরাপত্তাতেই ভোট হওয়ার পর তিনি ক্ষমতায় এসেছিলেন। আর সেই তৃণমূল সুপ্রিমো এখন সেন্ট্রাল ফোর্সকে নিয়ে নানা রকম বিতর্কিত মন্তব্য করছেন। বাংলার মানুষ সেন্ট্রাল ফোর্সের উপর ভরসা রাখে, বিশ্বাস করে।"