শিলিগুড়ি, ২৮ মার্চ : আজ দোল ৷ নির্বাচন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেললেও এইদিনটি অন্যরকম ভাবে কাটালেন সব দলের প্রার্থীরা ৷ কোনও নির্বাচনী স্লোগান বা ভাষণ নয় ৷ কারও গলায় শোনা গেল রবি ঠাকুরের গান তো কেউ মাতলেন পথচলতিদের সঙ্গে রং খেলায় ৷ আজ সকালে শিলিগুড়িতে এমনভাবেই বসন্ত উৎসব পালন করলেন বিজেপি থেকে শুরু করে তৃণমূল ও বাম প্রার্থীরা ৷
ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী গৌতম দেব ৷ এদিন দলীয় কর্মীদের সঙ্গে গলা মিলিয়ে গান গাইতে দেখা গেল তাঁকে ৷ পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘‘প্রতি বছর দোলে হয় শান্তিনিকেতনে থাকি না হয় শিলিগুড়িতে ৷ " তাঁর কথায় বারবারই উঠে এসেছে করোনা প্রসঙ্গ ৷ তিনি বললেন, "এবার করোনা আবহে অতিরিক্ত সতকর্তা মেনেই দোল পালন করা হচ্ছে ৷" নির্বাচন সংক্রান্ত কোনও কথাই তাঁর মুখে শোনা যায়নি ৷
শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ৷ এদিন তাঁকে যেমন দলীয় কর্মীদের সঙ্গে রং খেলতে দেখা যায়, তেমনই পথচলতি মানুষদের সঙ্গে আবির খেলতেও দেখা যায় ৷ ঢাক বাজিয়ে দলীয় কর্মীদের সঙ্গে পা মেলাতেও দেখা যায় ৷ দোল উৎসবে রাজ্যবাসীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘‘নানা রংয়ের মধ্য দিয়ে আমাদের ভারতীয় সংস্কৃতি আরও অনেক দুর এগিয়ে যাবে ৷ ভারতীয় জনতা পার্টিই সেই সংস্কৃতির এই ধারাকে এগিয়ে নিয়ে যাবে ৷ "