পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে বসন্ত উৎসবে মাতলেন নির্বাচনী প্রার্থীরা - ashok bhattyacharya

সকাল থেকে দোল উৎসবে সামিল হয়েছেন একাধিক প্রার্থী ৷ রংয়ের ছোঁয়ায় কেউ মেতেছেন পথচলতিদের সঙ্গে ৷ আবার কেউ ঢাকের তালে পা মিলিয়েছেন দলীয় কর্মীদের সঙ্গে ৷ শিলিগুড়ডিতে বিজেপি প্রার্থী থেকে শুরু করে তৃণমূল , বাম প্রার্থীরাও মাতলেন বসন্ত উৎসবে ৷

শিলিগুড়িতে বসন্ত উৎসবে মাতলেন নির্বাচনী প্রার্থীরা
শিলিগুড়িতে বসন্ত উৎসবে মাতলেন নির্বাচনী প্রার্থীরা

By

Published : Mar 28, 2021, 8:03 PM IST

শিলিগুড়ি, ২৮ মার্চ : আজ দোল ৷ নির্বাচন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেললেও এইদিনটি অন্যরকম ভাবে কাটালেন সব দলের প্রার্থীরা ৷ কোনও নির্বাচনী স্লোগান বা ভাষণ নয় ৷ কারও গলায় শোনা গেল রবি ঠাকুরের গান তো কেউ মাতলেন পথচলতিদের সঙ্গে রং খেলায় ৷ আজ সকালে শিলিগুড়িতে এমনভাবেই বসন্ত উৎসব পালন করলেন বিজেপি থেকে শুরু করে তৃণমূল ও বাম প্রার্থীরা ৷

ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী গৌতম দেব ৷ এদিন দলীয় কর্মীদের সঙ্গে গলা মিলিয়ে গান গাইতে দেখা গেল তাঁকে ৷ পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘‘প্রতি বছর দোলে হয় শান্তিনিকেতনে থাকি না হয় শিলিগুড়িতে ৷ " তাঁর কথায় বারবারই উঠে এসেছে করোনা প্রসঙ্গ ৷ তিনি বললেন, "এবার করোনা আবহে অতিরিক্ত সতকর্তা মেনেই দোল পালন করা হচ্ছে ৷" নির্বাচন সংক্রান্ত কোনও কথাই তাঁর মুখে শোনা যায়নি ৷

শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ৷ এদিন তাঁকে যেমন দলীয় কর্মীদের সঙ্গে রং খেলতে দেখা যায়, তেমনই পথচলতি মানুষদের সঙ্গে আবির খেলতেও দেখা যায় ৷ ঢাক বাজিয়ে দলীয় কর্মীদের সঙ্গে পা মেলাতেও দেখা যায় ৷ দোল উৎসবে রাজ্যবাসীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘‘নানা রংয়ের মধ্য দিয়ে আমাদের ভারতীয় সংস্কৃতি আরও অনেক দুর এগিয়ে যাবে ৷ ভারতীয় জনতা পার্টিই সেই সংস্কৃতির এই ধারাকে এগিয়ে নিয়ে যাবে ৷ "

শিলিগুড়িতে বসন্ত উৎসবে মাতলেন নির্বাচনী প্রার্থীরা

আরও পড়ুন :লড়াই ভুলে রায়গঞ্জে বসন্ত উৎসবে সামিল তিন প্রার্থী

অন্যদিকে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন সংযুক্ত মোর্চার বাম প্রার্থী অশোক ভট্টাচার্য ৷ তিনি বললেন, " দোল হল ফেস্টিবেলস অফ কালার্স ৷ রংয়ের খেলা ৷ এই উৎসব কোনও একটা জাতির বা কোনও একটা ধর্মের না ৷ এটা সবার উৎসব ৷ "

সব ভুলে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধনের ছবি ধরা পড়লেও আগামী দিনে ভোট ময়দানে তাঁরা কতটা সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে পারেন সে দিকেই তাকিয়ে শিলিগুড়িবাসী ৷

ABOUT THE AUTHOR

...view details