শিলিগুড়ি , 23 এপ্রিল : রাজ্য ভোটের ফল প্রকাশের দিন ঘনিয়ে আসছে । হাতে আর দু’দফার ভোটগ্রহণ ৷ তারপরই ফলপ্রকাশ । ফলাফল ঘোষণা হলে কে জয়ের হাসি হাসবে সেটাই এখন দেখার বিষয় ।
দার্জিলিং জেলার 51 প্রার্থীর ভাগ্য ইভিএমবন্দি, স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তা - constituencies in Darjeeling
রাজ্যের মধ্যে দার্জিলিং জেলায় রাজনৈতিক পরিস্থিতি অন্যান্য জেলার থেকে অনেকটাই আলাদা । জেলা এক হলেও রাজনৈতিক পরিস্থিতি পাহাড় ও সমতলে বিভক্ত । রাজনৈতিক পরিস্থিতি আলাদা হওয়ার পাশাপাশি ভৌগোলিক অবস্থানও আলাদা হওয়ায় দুটি স্ট্রং রুমে হয়েছে জেলায় । এই স্ট্রং রুমেই সুরক্ষিত রয়েছে 51 জন প্রার্থীর ভাগ্য ৷
রাজ্যের মধ্যে দার্জিলিং জেলায় রাজনৈতিক পরিস্থিতি অন্যান্য জেলার থেকে অনেকটাই আলাদা । এখানের রাজনৈতিক পরিস্থিতি পাহাড় ও সমতলে বিভক্ত । রাজনৈতিক পরিস্থিতি আলাদা হওয়ার পাশাপাশি ভৌগোলিক অবস্থানও আলাদা হওয়ায় দুটি স্ট্রংরুমে করা হয়েছে জেলায় । এই স্ট্রংরুমেই সুরক্ষিত রয়েছে 51 জন প্রার্থীর ভাগ্য ।
জেলার সমতলের তিন বিধানসভা শিলিগুড়ি, মাটিগাড়া নকশালবাড়ি, ফাঁসিদেওয়ার জন্য শিলিগুড়ি কলেজকে স্ট্রংরুম করা হয়েছে। পাশাপাশি কার্শিয়াং এবং দার্জিলিং বিধানসভার জন্য দার্জিলিংয়ের সেন্ট জেভিয়ার্স কলেজকে স্ট্রংরুম করা হয়েছে । পাহাড়ের দুই বিধানসভার 14 জন প্রার্থী এবং সমতলের তিন বিধানসভার 37 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে 2 মে । স্ট্রংরুম দু’টিকে ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে । সশস্ত্র কেন্দ্রীয় এবং রাজ্য পুলিশ নিরাপত্তায় মোতায়েন রাখা হয়েছে ।