পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দার্জিলিং জেলার 51 প্রার্থীর ভাগ্য ইভিএমবন্দি, স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তা - constituencies in Darjeeling

রাজ্যের মধ্যে দার্জিলিং জেলায় রাজনৈতিক পরিস্থিতি অন্যান্য জেলার থেকে অনেকটাই আলাদা । জেলা এক হলেও রাজনৈতিক পরিস্থিতি পাহাড় ও সমতলে বিভক্ত । রাজনৈতিক পরিস্থিতি আলাদা হওয়ার পাশাপাশি ভৌগোলিক অবস্থানও আলাদা হওয়ায় দুটি স্ট্রং রুমে হয়েছে জেলায় । এই স্ট্রং রুমেই সুরক্ষিত রয়েছে 51 জন প্রার্থীর ভাগ্য ৷

স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘেরা
স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘেরা

By

Published : Apr 23, 2021, 6:39 PM IST

শিলিগুড়ি , 23 এপ্রিল : রাজ্য ভোটের ফল প্রকাশের দিন ঘনিয়ে আসছে । হাতে আর দু’দফার ভোটগ্রহণ ৷ তারপরই ফলপ্রকাশ । ফলাফল ঘোষণা হলে কে জয়ের হাসি হাসবে সেটাই এখন দেখার বিষয় ।

রাজ্যের মধ্যে দার্জিলিং জেলায় রাজনৈতিক পরিস্থিতি অন্যান্য জেলার থেকে অনেকটাই আলাদা । এখানের রাজনৈতিক পরিস্থিতি পাহাড় ও সমতলে বিভক্ত । রাজনৈতিক পরিস্থিতি আলাদা হওয়ার পাশাপাশি ভৌগোলিক অবস্থানও আলাদা হওয়ায় দুটি স্ট্রংরুমে করা হয়েছে জেলায় । এই স্ট্রংরুমেই সুরক্ষিত রয়েছে 51 জন প্রার্থীর ভাগ্য ।

স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘেরা

জেলার সমতলের তিন বিধানসভা শিলিগুড়ি, মাটিগাড়া নকশালবাড়ি, ফাঁসিদেওয়ার জন্য শিলিগুড়ি কলেজকে স্ট্রংরুম করা হয়েছে। পাশাপাশি কার্শিয়াং এবং দার্জিলিং বিধানসভার জন্য দার্জিলিংয়ের সেন্ট জেভিয়ার্স কলেজকে স্ট্রংরুম করা হয়েছে । পাহাড়ের দুই বিধানসভার 14 জন প্রার্থী এবং সমতলের তিন বিধানসভার 37 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে 2 মে । স্ট্রংরুম দু’টিকে ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে । সশস্ত্র কেন্দ্রীয় এবং রাজ্য পুলিশ নিরাপত্তায় মোতায়েন রাখা হয়েছে ।


ABOUT THE AUTHOR

...view details