পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শান্তিপূর্ণভাবে মিটল দার্জিলিং সমতলের মনোনয়ন জমা পর্ব - প্রাক্তন বাম বিধায়ক অশোক ভট্টাচার্য

নির্বাচন কমিশন সূত্রে খবর, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেন প্রাক্তন বাম বিধায়ক অশোক ভট্টাচার্য ৷ গেরুয়া শিবিরের তরফে সদ্য বিজেপিতে যোগদানকারী শংকর ঘোষ ও তৃণমূল কংগ্রেসের ওম প্ৰকাশ মিশ্র ৷

দার্জিলিং সমতলের মনোনয়ন জমা প্রার্থীদের
দার্জিলিং সমতলের মনোনয়ন জমা প্রার্থীদের

By

Published : Mar 26, 2021, 9:59 PM IST

শিলিগুড়ি, 26 মার্চ : শান্তিপূর্ণভাবে মিটল দার্জিলিং জেলার সমতলের তিনটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব ৷ মনোনয়ন জমা দিলেন প্রতিটি রাজনৈতিক দলের মোট 13 জন প্রার্থী । শুক্রবার সকাল থেকেই মনোনয়ন জমাকে কেন্দ্র করে শিলিগুড়ি মহকুমাশাসকের কার্যালয়ে পুলিশের নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম এবং কংগ্রেস ছাড়াও এদিন তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএমএল সহ নির্দল প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছে ।

নির্বাচন কমিশন সূত্রে খবর, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেন প্রাক্তন বাম বিধায়ক অশোক ভট্টাচার্য ৷ গেরুয়া শিবিরের তরফে সদ্য বিজেপিতে যোগদানকারী শংকর ঘোষ ও তৃণমূল কংগ্রেসের ওম প্ৰকাশ মিশ্র ৷ এছাড়া বহুজন সমাজ পার্টির প্রার্থী কাকলি মজুমদার রায়ও মনোনয়ন জমা দেন ।

আজ সকালে প্রথমে অশোক ভট্টাচার্য সমর্থনে দার্জিলিং জেলার সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবন থেকে একটি বিশাল মিছিল মহকুমাশাসকের কার্যালয় পর্যন্ত আসে । মনোনয়ন জমা দেওয়ার পর অশোক ভট্টাচার্য বলেন, " এই নিয়ে মোট সপ্তমবার মনোনয়ন জমা দিলাম । এবারের নির্বাচনী প্রচার 100 মিটার দৌড় প্রতিযোগিতার সমান । নির্বাচন যতই ঘনিয়ে আসবে দৌড়ের গতি ততটাই বাড়বে।"

সিপিএমের পরে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান কংগ্রেসের প্রার্থী শংকর মালাকার এবং সুনীল তিরকে। অন্যদিকে, একই সময়ে আদিবাসী লোকনৃত্যের সাথে পা মিলিয়ে মনোনয়ন জমা দিতে আসেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ওম প্রকাশ মিশ্র এবং ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছোট কিসকু । ওম প্রকাশ মিশ্র বলেন, " গত লোকসভা নির্বাচনে সিপিএম বিজেপিকে ভোট সাপ্লাই করেছিল ৷ এবার প্রার্থী সাপ্লাই করেছে।"

আরও পড়ুন :মাস্টার মশাইয়ের কথা যত কম বলা যায় ততই ভাল, একান্ত সাক্ষাৎকারে বেচারাম

এরপর মিছিল করে মনোনয়ন জমা দিতে আসে গেরুয়া শিবির। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর ঘোষ, ও মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী আনন্দময় বর্মণ ৷ মনোনয়ন জমার দিয়ে আনন্দময় বর্মণ বলেন, " গত 10 বছরে প্রাক্তন বিধায়ক মাটিগাড়া নকশালবাড়ি এলাকায় কোনও উন্নয়নের কাজ করেননি। এবার তার পরিবর্তন অবধারিত।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details