শিলিগুড়ি, 13 এপ্রিল : 24 ঘণ্টার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন ৷ আজ দুপুর বারোটা থেকে ধর্মতলায় গান্ধিমূর্তির পাদদেশে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একই সময়ে শিলিগুড়িতেও প্রতিবাদ সরব হয় তৃণমূল ৷ যার নেতৃত্বে ছিলেন রাজ্যের দুই বিদায়ী মন্ত্রী অরূপ রায় এবং গৌতম দেব ৷
আজ শিলিগুড়ির কাছারি রোডে গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বসে তৃণমূল । ধর্নায় উপস্থিত ছিলেন ওমপ্রকাশ মিশ্র, বিদায়ী পর্যটনমন্ত্রী গৌতম দেব, ক্রীড়া ও যুবকল্যাণ এবং পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, জেলা সভাপতি রঞ্জন সরকার সহ জেলা তৃণমূলের অন্যান্য নেতৃত্ব । সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সকলেই । পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগেরও দাবি জানান তারা । গৌতম দেব বলেন, "নির্বাচন কমিশন শুধু তৃণমূলকে দেখছে । নানাভাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছে ।"