পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে উদ্ধার দেশি পিস্তল ও কার্তুজ, গ্রেফতার 2 - অস্ত্র উদ্ধার

শিলিগুড়িতে উদ্ধার দেশি পিস্তল ও কার্তুজ ৷ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার 2 ৷ কোথা থেকে এবং কেন ওই অস্ত্র আনা হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Siliguri
দেশি পিস্তল উদ্ধার

By

Published : Apr 6, 2021, 7:00 PM IST

শিলিগুড়ি, ৬ এপ্রিল : বোমার পর এবার কয়েক ঘণ্টার ব্যবধানে শিলিগুড়িতে উদ্ধার বন্দুক ও তাজা কার্তুজ। ঘটনায় গ্রেফতার দুই ব্যক্তি।

দুটি পৃথক অভিযান চালিয়ে দুটি দেশি পিস্তল সহ চার রাউন্ড গুলি উদ্ধার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানা এবং এনজেপি থানার পুলিশ। গত দু'মাসে এই নিয়ে ১৬টি আগ্নেয়াস্ত্র সহ ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- গোঘাটে ধাক্কাধাক্কিতে পড়ে মৃত্যু তৃণমূল নেতার, বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ

গোপনসূত্রে খবর পেয়ে গতকাল মাঝরাতে দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ সহ বিভাস দত্ত নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। জানা গেছে, ধৃত যুবকের বাড়ি সুর্যসেন কলোনী - এ ব্লকে। তাকে এনজেপি থানা সংলগ্ন রেল হাসপাতালের সামনে থেকে ধরে পুলিশ ৷

শিলিগুড়িতে উদ্ধার দেশি পিস্তল ও কার্তুজ, গ্রেফতার 2

পুলিশ সূত্রে খবর এর আগেও ওই যুবকের বিরুদ্ধে একাধিক অপরাধমুলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে, গতকাল সন্ধে নাগাদ ভক্তিনগর থানার পুলিশ হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে একটি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করে। তার নাম কালু দে ওরফে সঞ্জয়। দুজনকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে নির্বাচনের আগে বারবার অস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তিত জেলা প্রশাসন ৷ কেন এবং কোথা থেকে ওই অস্ত্র আসছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details