শিলিগুড়ি, 20 মার্চ : তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে ৷ ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী গৌতম দেব ৷ যদিও পাল্টা দেওয়াস দখল করে তৃণমূল ৷
এমনকি বিজেপির দেওয়াল দখলের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ এরপরই শিলিগুড়ির রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । অভিযোগ, শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 2 নং গ্রাম পঞ্চায়েতের একতিয়াশাল এলাকার একটি দেওয়ালে প্রার্থী গৌতম দেবের সমর্থনে দেওয়াল লিখন করে জেলা যুব তৃণমুল কংগ্রেস। কিন্তু শিল্পী দেওয়ালে তৃণমূলের প্রতীক আঁকার সময়ে সেখানে হাজির হয় জনা পাঁচেক বিজেপি কর্মী সমর্থক । শিল্পীকে দিয়ে ঘাস ফুল ছবি মুছিয়ে সেখানে বিজেপি লেখা হয়। এরপর ফের তৃণমূলের কর্মী সমর্থকরা ঘটনাস্থানে পৌঁছে দেওয়াল পুনরায় দখল করে ৷ ও গৌতম দেবের সমর্থনে ঘাস ফুল চিহ্ন আঁকানো হয় ।