পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে - তৃণমূল প্রার্থী গৌতম দেব

শিল্পী দেওয়ালে তৃণমূলের প্রতীক আঁকার সময়ে সেখানে হাজির হয় জনা পাঁচেক বিজেপি কর্মী সমর্থক । শিল্পীকে দিয়ে ঘাস ফুল ছবি মুছিয়ে সেখানে বিজেপি লেখা হয়। এরপর ফের তৃণমূলের কর্মী সমর্থকরা ঘটনাস্থানে পৌঁছে দেওয়াল পুনরায় দখল করে ৷ ও গৌতম দেবের সমর্থনে ঘাস ফুল চিহ্ন আঁকানো হয় ।

তৃণমূলের দেওয়াল লিখন মুছে দেওয়া নিয়ে উত্তেজনা শিলিগুড়িতে
তৃণমূলের দেওয়াল লিখন মুছে দেওয়া নিয়ে উত্তেজনা শিলিগুড়িতে

By

Published : Mar 20, 2021, 4:40 PM IST

শিলিগুড়ি, 20 মার্চ : তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে ৷ ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী গৌতম দেব ৷ যদিও পাল্টা দেওয়াস দখল করে তৃণমূল ৷

এমনকি বিজেপির দেওয়াল দখলের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ এরপরই শিলিগুড়ির রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । অভিযোগ, শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 2 নং গ্রাম পঞ্চায়েতের একতিয়াশাল এলাকার একটি দেওয়ালে প্রার্থী গৌতম দেবের সমর্থনে দেওয়াল লিখন করে জেলা যুব তৃণমুল কংগ্রেস। কিন্তু শিল্পী দেওয়ালে তৃণমূলের প্রতীক আঁকার সময়ে সেখানে হাজির হয় জনা পাঁচেক বিজেপি কর্মী সমর্থক । শিল্পীকে দিয়ে ঘাস ফুল ছবি মুছিয়ে সেখানে বিজেপি লেখা হয়। এরপর ফের তৃণমূলের কর্মী সমর্থকরা ঘটনাস্থানে পৌঁছে দেওয়াল পুনরায় দখল করে ৷ ও গৌতম দেবের সমর্থনে ঘাস ফুল চিহ্ন আঁকানো হয় ।

শিল্পী সুরজিৎ মালো বলেন, "আমি ঘাসফুল আঁকার সময় বিজেপির পাঁচ, ছয় জন এসে আমাকে হুমকি দেয় ৷ আমি ভয়ে মুছে দিই । পরে আবার তৃণমূল এসে দেওয়াল দখল করে ।"

তৃণমূলের দেওয়াল লিখন মুছে দেওয়া নিয়ে উত্তেজনা শিলিগুড়িতে

আরও পড়ুন : 50-55 বছর ধরে বাংলার বিকাশ ডাউন, মোদির নিশানায় কং-বাম-তৃণমূল

তৃণমূল প্রার্থী তথা পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, "বিজেপি এসব নোংরামি করছে । আমরা ব্যবস্থা নেব । " পাল্টা বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায় বলেন, "যদি অনুমতি থাকা সত্ত্বেও মোছা হয় তবে অপরাধ। কিন্তু অনুমতি ছাড়া লেখা হলে ঠিক করেছে । বিজেপির দেওয়াল দখল করে তৃণমূল অনেক দেওয়াল লিখন করেছে । কিন্তু বিজেপি তা কোনওদিন করেনি।"

ABOUT THE AUTHOR

...view details