পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: বাংলার রাষ্ট্রসংঘের পর্যটন পুরস্কার প্রাপ্তির কৃতিত্ব উত্তরবঙ্গকে দিলেন মমতা - জিটিএ

বুধবার শিলিগুড়ির কাওয়াখালিতে বিজয়া সম্মিলনী হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সেখানে তিনি বাংলার রাষ্ট্রসংঘের পর্যটন পুরস্কার প্রাপ্তির কৃতিত্ব উত্তরবঙ্গকে দেন ৷

Bengal CM Mamata Banerjee gives credit to north Bengal for state's UN tourism award
Mamata Banerjee: বাংলার রাষ্ট্রসংঘের পর্যটন পুরস্কার প্রাপ্তির কতৃত্ব উত্তরবঙ্গকে দিলেন মমতা

By

Published : Oct 19, 2022, 7:51 PM IST

Updated : Oct 19, 2022, 9:57 PM IST

শিলিগুড়ি, 19 অক্টোবর: এবার পর্যটনে ইউনাইটেড নেশনস ফোরামের (United Nations Forum) তরফে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) পর্যটনে সেরার পুরস্কার পেতে চলেছে । আর ওই পুরস্কার পাওয়ার কৃতিত্ব দিলেন উত্তরবঙ্গকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ।

বুধবার শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালিতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন হয়েছিল । আর সেই অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই ছিল সাজো সাজো রব । এদিনের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সাবিনা ইয়াসমিন, বুলুচিক বরাইক, ইন্দ্রনীল সেন, বিধায়ক অদিতি মুন্সি, গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ, জিটিএ-র সিইও অনিত থাপা, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা । পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আট জেলার দুর্গাপুজো কমিটির প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা ।

এদিন মূলত উত্তরবঙ্গের প্রতি মুখ্যমন্ত্রীর যে নিবিড় সম্পর্ক, তা তুলে ধরেন বারবার । উত্তরবঙ্গে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি ।

তাঁর বক্তব্যের মধ্যে অন্যতম ছিল উত্তরের পর্যটন । কারণ, ইউনাইটেড নেশনস ফোরামের তরফে পাওয়া পুরস্কারের জন্য উত্তরবঙ্গকে ধন্যবাদ জানান তিনি । উত্তরের বিস্তীর্ণ জায়গা জুড়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশ বিদেশের পর্যটকরা বারবার উত্তরে ছুটে আসে । দার্জিলিংয়ের টাইগার হিল থেকে, কোচবিহারের রাজবাড়ি । সবটাই পর্যটকদের খুব পছন্দের । আর যে কারণে একদিকে যেমন দার্জিলিং হিমালয়ান রেলকে (DHR) হেরিটেজ শিরোপা দিয়েছিল ইউনেস্কো, তারপর কলকাতার দুর্গাপুজো । তারই সঙ্গে যুক্ত হয়েছে পর্যটনে সেরার পুরস্কার । তবে পর্যটনকে কেন্দ্র করে গোটা উত্তরকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী ।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ইউনাইটেড নেশন ফোরাম আমাদের পর্যটনে সেরার পুরস্কার দেবে । মার্চে আমি সেই পুরস্কার নিতে যাব । এর কৃতিত্ব উত্তরবঙ্গের । উত্তরবঙ্গে সব রয়েছে । আরও কলেজ, আইটিআই, হোটেল হবে । হোম স্টে হচ্ছে আরও হবে ।"

পুরস্কার পাওয়ার কৃতিত্ব দিলেন উত্তরবঙ্গকে দিলেন মুখ্যমন্ত্রী

এরপরই তিনি জিটিএ-র (GTA) সিইও অনিত থাপার উদ্দেশ্যে বলেন, "আমি অনিতকে বলেছি, অনেক ভালো ভালো জায়গা রয়েছে, দার্জিলিং, কালিম্পংকে বাড়াতে । আরও দার্জিলিং হোক, কালিম্পং হোক । আরও পর্যটক আসবে ।"

তিনি পর্যটকদের স্বার্থে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কথা জানান । হাসিমারা বিমানবন্দরে যাতে যাত্রী পরিষেবা দ্রুত চালু হয় তার জন্য কেন্দ্র সরকারকে আবেদন করেছেন তিনি । বিমানবন্দরকে কেন্দ্র করে রাস্তাঘাট উন্নয়নের কথাও জানান মুখ্যমন্ত্রী । এসবের পর তিনি জানান, পুজোর পরই দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব দেওয়া হবে ও নভেম্বর মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু হবে ৷

আরও পড়ুন:বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ, বাংলাকে ঐক্যবদ্ধ রাখার বার্তা মুখ্যমন্ত্রীর

Last Updated : Oct 19, 2022, 9:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details