পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Centre Allocates in Darjeeling: মিটবে পাহাড়বাসীর পানীয় জলের সমস্যা ! ভোটের আগে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

পাহাড়ের স্বাস্থ্য পরিকাঠামোয় আগেই 222 কোটি টাকা বরাদ্দ করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। এবার জল জীবন মিশন খাতে পাহাড় ও শিলিগুড়ির জন্য প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের ৷

Etv Bharat
পাহাড়ে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

By

Published : May 1, 2023, 3:48 PM IST

দার্জিলিং, 1 মে: পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনের আগে বঙ্গে বিজেপি সরকারের পাখির চোখে শৈলরানী ৷ বিষয়টি আরও জোরালোভাবে বোঝাতে পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যখাতের পর এবার পানীয় জল প্রকল্পে দুই হাজার 450 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। ওই টাকায় পাহাড়ে জলজীবন মিশনের অধীনে'হর ঘর জল' বা প্রতি বাড়িতে পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ করা হবে।

সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট ৷ প্রায় দু'দশক পর পাহাড়ের মোট 70টি আসনেও এবার ভোট হবে ৷ সেই মর্মে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে বিজ্ঞপ্তিও জারি করেছে জেলা শাসক ৷ আবার বছর ঘুরলেই লোকসভা ভোট ৷ অবশ্য সমান্তরাল গতিতে দুটি ভোটেরই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি ৷ এর আগে পাহাড়ের স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজাতে 222 কোটি টাকা বরাদ্দ করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্য। পাশাপাশি পাহাড়ের যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নে সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। এবার পাহাড়বাসীর পানীয় জলের সমস্যা সমাধানের জন্য বিপুল অর্থ বরাদ্দ করল কেন্দ্র।

সম্প্রতি দার্জিলিংয়ের সিটং-লাতপাঞ্চারে মহলদিরাম চা বাগানে জলজীবন মিশনের শিলান্যাসের সময় পাহাড়ে পানীয় জল প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কেন্দ্রের বরাদ্দের বিষয়ে জানান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। তিনি জানান, পাহাড়ের সামগ্রিক উন্নয়নে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেভক রংপো রেলপথ, পাহাড়ের গ্রামীণ স্কুল, স্বাস্থ্য কেন্দ্রর পরিকাঠামোগত উন্নয়নে বিপুল টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। পাশাপাশি দার্জিলিং থেকে কালিম্পং হয়ে সিকিমের সড়ক, সেভক রংপো রেল পথও তৈরি হচ্ছে। কিন্তু পাহাড়ে পানীয় জলের সমস্যা সমাধানের দাবি দীর্ঘদিনের। এবার সেই সমস্যার সমাধানও হবে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু'হাজার 450 কোটি টাকা পাহাড়ের পানীয় জল প্রকল্পের জন্য বরাদ্দ করেছে বলেও জানান সাংসদ। তবে শুধু পাহাড় নয়, সমতলের পৌরসভার পানীয় জল প্রকল্পের জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। জানা গিয়েছে, বরাবরই পাহাড়ে পানীয় জলের সমস্যা প্রকট। মূলত পাহাড়বাসী বৃষ্টির জল এবং পাহাড়ি ঝর্ণার জল ব্যবহার করে থাকেন। সবথেকে বেশি সমস্যায় পড়তে হয় পাহাড়ের প্রত্যন্ত গ্রামগুলিকে। বেশ কয়েক কিলোমিটার দূর থেকে তাদের পানীয় জল বয়ে নিয়ে আসতে হয়। যে কারণে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে বরাদ্দ অর্থ দিয়ে মোট 714 টি পানীয় জলের প্রকল্প করা হবে।

জানা গিয়েছে, পাহাড়ে ওই জল প্রকল্পের কাজের দায়িত্ব দেওয়া হবে জিটিএ-কে। ইতিমধ্যে জিটিএ 64 কোটি টাকার কাজ শুরু করেছে। দার্জিলিংয়ের পাহাড়ের প্রত্যন্ত গ্রামের জন্য এক হাজার 70 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকায় পাহাড়ে 284 টি প্রকল্প গড়ে তোলা হবে। পাশাপাশি কালিম্পং জেলার 146 টি প্রকল্পের জন্য 518 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এছাড়া দার্জিলিং পৌরসভার জন্য 205 কোটি ও মিরিক পৌরসভার জন্য 200 কোটি টাকা একই খাতে বরাদ্দ করা হয়েছে। একইভাবে কালিম্পং পুরসভার জন্য 193 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর। এরই সঙ্গে, শিলিগুড়ি পৌরনিগম এলাকায় পানীয় জলের প্রকল্প গড়তে 785 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

আরও পড়ুন: পারিবারিক অশান্তি, 6 মাসের ছেলেকে গঙ্গায় ছুড়ে ফেললেন মা

ABOUT THE AUTHOR

...view details