দার্জিলিং, 1 মে: পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনের আগে বঙ্গে বিজেপি সরকারের পাখির চোখে শৈলরানী ৷ বিষয়টি আরও জোরালোভাবে বোঝাতে পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যখাতের পর এবার পানীয় জল প্রকল্পে দুই হাজার 450 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। ওই টাকায় পাহাড়ে জলজীবন মিশনের অধীনে'হর ঘর জল' বা প্রতি বাড়িতে পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ করা হবে।
সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট ৷ প্রায় দু'দশক পর পাহাড়ের মোট 70টি আসনেও এবার ভোট হবে ৷ সেই মর্মে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে বিজ্ঞপ্তিও জারি করেছে জেলা শাসক ৷ আবার বছর ঘুরলেই লোকসভা ভোট ৷ অবশ্য সমান্তরাল গতিতে দুটি ভোটেরই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি ৷ এর আগে পাহাড়ের স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজাতে 222 কোটি টাকা বরাদ্দ করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্য। পাশাপাশি পাহাড়ের যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নে সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। এবার পাহাড়বাসীর পানীয় জলের সমস্যা সমাধানের জন্য বিপুল অর্থ বরাদ্দ করল কেন্দ্র।
সম্প্রতি দার্জিলিংয়ের সিটং-লাতপাঞ্চারে মহলদিরাম চা বাগানে জলজীবন মিশনের শিলান্যাসের সময় পাহাড়ে পানীয় জল প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কেন্দ্রের বরাদ্দের বিষয়ে জানান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। তিনি জানান, পাহাড়ের সামগ্রিক উন্নয়নে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেভক রংপো রেলপথ, পাহাড়ের গ্রামীণ স্কুল, স্বাস্থ্য কেন্দ্রর পরিকাঠামোগত উন্নয়নে বিপুল টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। পাশাপাশি দার্জিলিং থেকে কালিম্পং হয়ে সিকিমের সড়ক, সেভক রংপো রেল পথও তৈরি হচ্ছে। কিন্তু পাহাড়ে পানীয় জলের সমস্যা সমাধানের দাবি দীর্ঘদিনের। এবার সেই সমস্যার সমাধানও হবে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ।