শিলিগুড়ি, 12 মে : করোনায় সংক্রমিত হয়ে মৃত ব্যক্তির দেহ সারারাত গাড়ির মধ্যেই পড়ে রইল ৷ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মধ্য শান্তিনগরের বিনয় মোড় এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মধ্য শান্তিনগরের বাসিন্দা জয় কর নামে এক ব্যক্তি করোনায় সংক্রমিত হন। এরপর শ্বাসকষ্ট হলে এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । এরপর সেখান থেকে দেহ তাঁর বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ।
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা দেহ শেষকৃত্য করতে নিয়ে গেলে পরিবারের তরফে জানানো হয়, মৃতের বোন না আসা পর্যন্ত শেষকৃত্য করা সম্ভব না । এরপর শববাহী গাড়িতেই দেহ রেখে তা বাজারের মাঝে রেখে দেওয়া হয় বলে অভিযোগ । এরপর বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ । যোগাযোগ করা হয় স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে ।
সকালে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের জানানো হয় মৃতের বোন আসছেন না । এরপরই পরিবারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা । পুলিশের হস্তক্ষেপে তড়িঘড়ি দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় । স্থানীয় বাসিন্দা তপন বণিক বলেন, "রাত থেকে এক করোনা সংক্রমিতর দেহ গাড়িতে রেখে তা বাজারের মাঝে ফেলে রাখা হয়েছে । এতে ভয় পাচ্ছে মানুষ । প্রশাসন দ্রুত সমস্যার সমাধান করুক ।"