পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার দার্জিলিঙের গির্জাগুলিতে জমায়েতে নিষেধাজ্ঞা

শুক্রবার কিংবা রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা থেকে শুরু করে 10 জনের বেশি জমায়েত করে কোনও রকম ধর্মীয় কর্মসূচি করা যাবে না ৷ জানালেন দার্জিলিং বিশপ স্টিফেন লেপচার ৷

By

Published : Mar 21, 2020, 8:11 AM IST

Updated : Mar 21, 2020, 12:17 PM IST

Ban on religious gatherings in the churches of Darjeeling - Sikkim
দার্জিলিং - সিকিমের গির্জাগুলিতে ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা

দার্জিলিং, 21 মার্চ : COVID 19 - এর সংক্রমণ রুখতে পাহাড়ের গির্জাগুলিতেও জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি হল ৷ বাতিল হল গণ প্রার্থনা ৷ গতকাল এই মর্মে দার্জিলিঙের বিশপ স্টিফেন লেপচা একটি নির্দেশিকা জারি করেন ৷ শুক্রবার কিংবা রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনাসভা থেকে শুরু করে 10 জনের বেশি জমায়েত করে কোনও কর্মসূচি নেওয়া যাবে না ৷

বিশপ বলেন, "দার্জিলিং পাহাড়, সিকিমের চার্চ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই নির্দেশিকা মানবেন ৷ তবে তাঁরা নিজেদের বাড়িতে প্রার্থনা করতে পারেন ৷ খোলা থাকবে গির্জাগুলিও ৷ কিন্তু দু'-একজন ব্যক্তিগতভাবে গির্জায় যেতে চাইলে বাধা নেই ৷"

দার্জিলিং - সিকিমের গির্জাগুলিতে ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা

এই নির্দেশিকার পর গতকাল প্রার্থনার দিন হলেও পাহাড়ের গির্জাগুলিতে উপাসকদের ভিড় দেখা যায়নি ৷ 10 এপ্রিল গুডফ্রাইডেতেও গির্জায় ভিড় দেখা যাবে না বলে জানিয়েছেন বিশপ ৷

এবার দার্জিলিঙের গির্জাগুলিতে জমায়েতে নিষেধাজ্ঞা

কোরোনায় ভারতে বর্তমানে আক্রান্তের সংখ্যা 223 ৷ মৃতের সংখ্যা 5 ৷ পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা 2 ৷ COVID 19 নিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আগামী রবিবার সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত জনতা কারফিউ পালন করার আবেদন জানিয়েছেন তিনি । জরুরি কাজ ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শও দিয়েছেন । পাশাপাশি এই পরিস্থিতিতে যাঁরা কাজ করছেন তাঁদের কৃতজ্ঞতা জানাতে ওইদিন বিকেলে 5 মিনিটের জন্য তালির মাধ্যমে, কিংবা থালা বা ঘণ্টা বাজানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী ।

Last Updated : Mar 21, 2020, 12:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details