শিলিগুড়ি, 7 নভেম্বর: গোটা রাজ্যের মধ্যে এই প্রথমবার উত্তরবঙ্গের জঙ্গল থেকে উদ্ধার হল ব্যাম্বু ব়্যাট বা বাঁশ ইঁদুর। আর অতি বিরল ওই প্রাণীটি উদ্ধারের পর থেকেই কালঘাম ছুটেছে বন বিভাগের। সোমবার ওই ব্যাম্বু ব়্যাট নামে ইঁদুর প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করে বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের আমবাড়ি ফালাকাটা রেঞ্জ। এ দিন রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পানাশগুড়ি এলাকার কিছু মানুষ মাছ ধরতে গেলে তাঁদের নজরে পড়ে ওই বিরল প্রজাতির প্রাণীটিকে। দেখেই তাঁরা অবাক প্রাণীটির হাবভাব দেখে ৷
উত্তরের বনাঞ্চলে এর আগে কখনও দেখা যায়নি এই ধরনের প্রাণী বলে জানিয়েছেন, বন আধিকারিকরা। প্রাণীটি দেখতে পেয়ে এলাকাবাসীরা খবর দেয় বন দফতরকে। খবর পেয়ে আমবাড়ি ফালাকাটা রেঞ্জের বন কর্মীরা প্রাণীটিকে উদ্ধার করেন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ব্যাম্বু ব়্যাট মূলত বাঁশের জঙ্গলে বসবাস করে। কিন্তু ওই প্রাণীটি এই প্রথম বৈকুণ্ঠপুর জঙ্গলে দেখা গিয়েছে। এই ব্যাম্বু ব়্যাটকে অসম, হিমালয়, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন জঙ্গলে দেখা যায়। এই ইঁদুরের হাঁটা ঠিক উলটো দিকে। তার উপর এদের কান্না ঠিক বাচ্চাদের মতো।