পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bamboo Rat Found: অতি বিরল বাঁশ ইঁদুর মিলল বৈকুণ্ঠপুর জঙ্গলে, তার কাণ্ড থেকে অবাক গ্রামবাসীরা - বনকর্মী

উত্তরবঙ্গের জঙ্গলে প্রথমবার উদ্ধার হল অতি বিরল ব্যাম্বু ব়্যাট ৷ ওই প্রাণীটির আচরণ দেখে অবাক স্থানীয়রা ৷ বাঁশ ইঁদুরটিকে বনে ফেরাতে কালঘাম ছুটেছে বনকর্মীদের ৷

অতি বিরল বাঁশ ইঁদুর
Bamboo Rat Found

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 7:36 AM IST

অতি বিরল বাঁশ ইঁদুর মিলল বৈকুণ্ঠপুর জঙ্গলে

শিলিগুড়ি, 7 নভেম্বর: গোটা রাজ্যের মধ্যে এই প্রথমবার উত্তরবঙ্গের জঙ্গল থেকে উদ্ধার হল ব্যাম্বু ব়্যাট বা বাঁশ ইঁদুর। আর অতি বিরল ওই প্রাণীটি উদ্ধারের পর থেকেই কালঘাম ছুটেছে বন বিভাগের। সোমবার ওই ব্যাম্বু ব়্যাট নামে ইঁদুর প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করে বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের আমবাড়ি ফালাকাটা রেঞ্জ। এ দিন রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পানাশগুড়ি এলাকার কিছু মানুষ মাছ ধরতে গেলে তাঁদের নজরে পড়ে ওই বিরল প্রজাতির প্রাণীটিকে। দেখেই তাঁরা অবাক প্রাণীটির হাবভাব দেখে ৷

উত্তরের বনাঞ্চলে এর আগে কখনও দেখা যায়নি এই ধরনের প্রাণী বলে জানিয়েছেন, বন আধিকারিকরা। প্রাণীটি দেখতে পেয়ে এলাকাবাসীরা খবর দেয় বন দফতরকে। খবর পেয়ে আমবাড়ি ফালাকাটা রেঞ্জের বন কর্মীরা প্রাণীটিকে উদ্ধার করেন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ব্যাম্বু ব়্যাট মূলত বাঁশের জঙ্গলে বসবাস করে। কিন্তু ওই প্রাণীটি এই প্রথম বৈকুণ্ঠপুর জঙ্গলে দেখা গিয়েছে। এই ব্যাম্বু ব়্যাটকে অসম, হিমালয়, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন জঙ্গলে দেখা যায়। এই ইঁদুরের হাঁটা ঠিক উলটো দিকে। তার উপর এদের কান্না ঠিক বাচ্চাদের মতো।

আরও পড়ুন:চিতাবাঘ সন্দেহে বিরল প্রজাতির প্রাণীর দেখা মিলতেই আতঙ্ক ছড়াল গ্রামে

বাঁশের কচি অংশ খেয়ে থাকে। বাঁশের ভিতরেই এরা বাসা করে দলবদ্ধভাবে বাস করে। সম্পূর্ণ তৃণভোজী এই ইঁদুর প্রজাতির প্রাণীটি। ব্যাম্বু ব়্যাটটিকে উদ্ধারের পর তাকে জঙ্গলে ফেরাতে বেশ বেগ পেতে হচ্ছে বন আধিকারিকদের। কারণ একা থাকলে ব্যাম্বু ব়্যাটটি অন্য কোনও প্রাণীর শিকার হতে পারে। এ দিন উদ্ধারের পর প্রাণীটিকে জঙ্গলে ফিরিয়ে দিতে তার দলের খোঁজে জঙ্গলে তল্লাশি শুরু করেছেন বনকর্মীরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদের অনুভূতি প্রবল। বেশ কিছু আচার আচরণ মানুষের সঙ্গে মিলে যায়। কান্না একেবারে বাচ্চাদের মতো। ওই প্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সুস্থই আছে। ওকে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন:উদ্ধার বিরল প্রজাতির শুঁয়োপোকার ফাঙ্গাস! চিনে পাচার করতে গিয়ে গ্রেফতার এক

ABOUT THE AUTHOR

...view details