পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসন্ন নির্বাচনে পাহাড়ে প্রার্থী দেবে বাইচুঙের দল ? জল্পনা তুঙ্গে

2014 ও 2016 সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়েন বাইচুং ৷ কিন্তু দু’বারই তাঁকে পরাজয় স্বীকার করতে হয় ৷ তারপর তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিজের দল গড়েন তিনি ৷

অশোকের বাড়িতে বাইচুং
অশোকের বাড়িতে বাইচুং

By

Published : Dec 3, 2020, 12:03 PM IST

শিলিগুড়ি, 3 ডিসেম্বর : বুধবার রাতে আচমকা শিলিগুড়ি আসেন ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া ৷ শিলিগুড়ির পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন সিকিমের হামরো সিকিম পার্টির প্রতিষ্ঠাতা বাইচুং ভুটিয়া । নির্বাচনের আগে অশোক-বাইচুঙের এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে ।

বাইচুং এবিষয়ে মুখ খোলেননি ৷ তবে, অশোক ভট্টাচার্য জানিয়েছেন, বাইচুঙের দল হামরো সিকিম পার্টির বিস্তারের রণকৌশল নিয়ে আলোচনা করতেই এসেছিলেন ফুটবল আইকন । তিনি আরও জানান, সিকিমে কীভাবে আন্দোলন করা যায়, কী কী ইশু হতে পারে সেসব নিয়ে পরামর্শ দিয়েছেন ।

2014 সালে দার্জিলিং লোকসভা আসনে তৃণমূলের টিকিটে লড়েন বাইচুং । এরপর 2016 তে শিলিগুড়ি বিধানসভায় অশোক ভট্টাচার্যের বিরুদ্ধেও তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি । যদিও দু-ক্ষেত্রেই হারের পর তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে সিকিমে নিজের দল গড়েন বাইচুং ।

রাজনৈতিক মহলের ধারণা, সম্প্রতি পাহাড়ে রাজনৈতিক পট পরিবর্তনের জেরে অরাজনৈতিক মঞ্চ বা এজাতীয় কিছু তৈরি করে পাহাড়ে অন্তত একটি আসনে প্রার্থী দিতে চায় বাইচুঙের দল । সেসব নিয়েই পরামর্শ নিতে অশোক ভট্টাচার্যের কাছে আসেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details